For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘কখনই বীরেন্দ্র শেহওয়াগের মতো হতে পারতাম না’-কেন এমনটা বললেন রাহুল দ্রাবিড়

‘কখনই বীরেন্দ্র শেহওয়াগের মতো হতে পারতাম না’-কেন এমনটা বললেন রাহুল দ্রাবিড়

Google Oneindia Bengali News

নিজের খেলোয়াড় জীবনে অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের বর্তমান প্রধান প্রশিক্ষক নিজের কেরিয়ারে একটা সময়ে বেশ চাপে পড়েছিলেন খারাপ ফর্মের কারণে। কিন্তু প্রতিবারই অসাধারণ প্রত্যাবর্তন করে ফিরে এসেছেন দ্রাবিড় এবং হয়ে উঠেছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার।

দীর্ঘ কেরিয়ারের নেপথ্য রহস্য:

দীর্ঘ কেরিয়ারের নেপথ্য রহস্য:

অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় শ্যুটার অভিনব বিন্দ্রার সঙ্গে পোডকাস্ট 'ইন দ্য জোন'-এ অংশ নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সেখানেই তিনি বলেছেন, "আমার কেরিয়ারের দিকে যদি ফিরে তাকান তা হলে দেখবেন সেটিকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে বা পারফরম্যান্স ধরে রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে শক্তির সঞ্চয় বা বিশেষ করে মাসিক শক্তির সঞ্চয়। আমি অনেক বেশি এনার্জি অতিবাহিত করত যখন খেলার মধ্যে থাকতাম না সেই সময়েও, নিজের খেলা নিয়ে ভাবতাম, সেটা নিয়ে চিন্তা করতাম। একটা সময়ে আমি বুঝতে পারি এটার কোনও প্রয়োজন নেই। আমার খেলার উন্নতিতে এটা কোনও কাজেই আসছে না। আমাকে তরতাজা থাকতে হবে এবং খেলার বাইরেও জীবন খুঁজে পেতে হবে।"

বীরু হয়ে ওঠা সম্ভব ছিল না:

বীরু হয়ে ওঠা সম্ভব ছিল না:

এই পোডকাস্টে রাহুল দ্রাবিড় আরও বলেন, "আমি কখনই বীরেন্দ্র শেহওয়াগের মতো হতে পারতাম না। খেলার বাইরে ব্যক্তিত্বের জন্য ওর কাছে সুইচ অফ করাটা খুব সহজ ছিল। আমি কখনওই ওই স্তরে পৌঁছতে পারতাম না। কিন্তু হঠাৎই আমি বুঝতে পারি এটা ভাল সঙ্কেত নয় আমার জন্য। আমি বুঝতে পারছিলাম আমাকে একটা রাস্তা বের করতে হবে খেলার পর সেই চিন্তা থেকে বের হয়ে আসার জন্য, এটা নিজেকেই করতে হবে। জিমে অতিরিক্ত সময় কাটানো বা অনুশীলনের মতোই এটা জরুরি। এই সব কিছু করেও মানসিক ভাবে যদি সব সময়ে খেলার চিন্তা থেকে দূরে না থাকতে পারি তা হলে খেলার জন্য পর্যাপ্ত এনার্জি পাওয়া যাবে না। এই বিষয়টা যখন বুঝতে পারি তখন সুইচ অফ করার চেষ্টা করি এবং সেটা আমাকে অনেকটা সাহায্য করে।"

ভারতের জার্সিতে রাহুল দ্রাবিড়ের পরিসংখ্যান:

ভারতের জার্সিতে রাহুল দ্রাবিড়ের পরিসংখ্যান:

১৯৯৬ সালে টেস্ট এবং ওডিআই ক্রিকেটে অভিষেক হয় রাহুল দ্রাবিড়ের। ভারতের হয়ে ১৬৪টি টেস্ট ম্যাচে ১৩২৮৮ রান করেছেন রাহুল দ্রাবিড়। ৩৬টি শতরান রয়েছে তাঁর টেস্ট ক্রিকেটে এবং দ্বি-শতরান রয়েছে পাঁচটি। ৩৪৪ একদিনের ম্যাচে দ্রাবিড়ের সংগ্রহ ১০৮৮৯ রান। এই ফরম্যাটে ১২টি শতরান করেছেন তিনি।

ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়:

ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়:

রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচের পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই বসিয়েছে রাহুল দ্রাবিড়কে। দ্রাবিড়ের প্রশিক্ষণে ভালই খেলছে ভারত। দক্ষিণ আফ্রিকা সফর বাদ দিলে এখনও পর্যন্ত সাফল্যই পেয়েছে কোচ দ্রাবিড়ের ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই দেশে ওডিআই এবং টি-২০ সিরিজ জয় এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওডিআই সিরিজ জিতেছে ভারত। ঘরের মাঠে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

English summary
Rahul Dravid said how he turns his career around. Dravid informs he found that difficult once to switch off the game from his mind even after the match, But he manage to find different way.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X