For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাফল্যের জন্য কোনও নির্দিষ্ট ফর্মুলা নেই, বিশ্বকাপের আট মাস আগেই টিম কম্বিনেশন ঠিক করে ফেলেছেন দ্রাবিড়-রোহিত

সাফল্যের জন্য কোনও নির্দিষ্ট ফর্মুলা নেই, বিশ্বকাপের আট মাস আগেই টিম কম্বিনেশন ঠিক করে ফেলেছেন দ্রাবিড়-রোহিত

Google Oneindia Bengali News

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করলেও এখনও প্রথম সারির টি-২০ দলগুলির বিরুদ্ধে এখনও পরীক্ষিত নয় ভারতীয় দল। ২০২২ টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠানোর জন্য এখনও পরীক্ষানীরিক্ষা চালানোর যেতে পারে। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, তাঁর এবং অধিনায়ক রোহিত শর্মার বিশ্বকাপের দল এবং টিম কম্বিনেশন নিয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গিয়েছে। তবে এই দলে জায়গা পাওয়ার জন্য প্রত্যেককে সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।

২০২২ টি-২০ বিশ্বকাপের বাকি আর আট মাস:

২০২২ টি-২০ বিশ্বকাপের বাকি আর আট মাস:

গত বছর টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ভারত ছিটকে যাওয়ার পর রবি শাস্ত্রীর পরিবর্তে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েছে রাহুল দ্রাবিড়। ২০২২ টি-২০ বিশ্বকাপ কোচ হিসেবে বড় ইভেন্ট হতে চলেছে দ্রাবিড়ের কাছে। অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা এই মেগা ইভেন্ট শুরু হতে বাকি আর আট মাস। অক্টোবরে শুরু হবে টি-২০ সার্কিটে সব থেকে বড় প্রতিযোগীতা। তাঁর কোচিং-এই টুর্নামেন্টে ভারতীয় দল অংশ নেওয়ার আগে আত্মবিশ্বাসী দ্রাবিড় জানিয়ে দিয়েছে, কোন কম্বিনেশনে দল অস্ট্রেলিয়ায় খেলবে তা তিনি এবং রোহিত অনেকটাই ঠিক করে নিয়েছেন।

দ্রাবিড় উবাচ:

দ্রাবিড় উবাচ:

আমি মনে করিনা কোনও ধরাবাধা ফর্মুলা রয়েছে (টি-২০তে সাফল্যের জন্য)। তবে দলের ভারসাম্য এবং এবং কম্বিনেশন নিয়ে একটা পরিষ্কার ধারণা রয়েছে আমাদের। আমরা দলের কাঠামোটা একটু গুছিয়ে নিচ্ছি এক এক জনের ওয়ার্ক লোড ব্যালেন্স করছি। আমরা জানি কী ধরেন স্কিল আমরা অস্ট্রেলিয়ায় খুঁজছি। সব কিছু পুরোপুরি তৈরি এমনটা নয়, তবে আমরা প্রত্যেককে সুযোগ দিতে চাই বিশ্বকাপের দলে নিজেদের স্থান করে নেওয়ার জন্য।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরীক্ষানীরিক্ষা:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরীক্ষানীরিক্ষা:

কে এল রাহুল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহের মতো নিয়মিত দলের একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ দেওয়া হয়েছে ঋতুরাজ গায়েকোয়াড, ঈশান কিষান, আভেষ খানের মতো তরুণ ক্রিকেটারদের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রতিটিতেই ওপেন করতে নেমেছিলেন ঝাড়খন্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান। কিন্তু প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে তিনি। ১৫.২৫ কোটি টাকায় আইপিএল-এ দল পাওয়া কিষান ২৩.৬৬ গড়ে মাত্র ৭১ রান করেছেন। তৃতীয় টি-২০ ম্যাচে রোহিত চার নম্বরে নামার সিদ্ধান্ত নেন এবং ঋতুরাজ গায়েকোয়াডকে ওপেন করতে নামার ঈশানের সঙ্গে। কিন্তু তরুণ এই জুটি কিছুই করে উঠতে পারেননি সুযোগ পেয়েও।

অলরাউন্ডার হিসেবে জায়গা নিশ্চিত করছেন ভেঙ্কটেশ আইয়ার:

অলরাউন্ডার হিসেবে জায়গা নিশ্চিত করছেন ভেঙ্কটেশ আইয়ার:

হার্দিক পাণ্ডিয়া পিঠে চোট পাওয়ার পর একজন দক্ষ অলরাউন্ডারের খোঁজে ছিল। ব্যাটিং-এর পাশাপাশি যাঁকে প্রয়োজন মতো ষষ্ঠ বোলার হিসেবেও ব্যবহার করা যায়। ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে দিয়ে হয়তো সেই খোঁজ সম্পূর্ণ হল ভারতের। তিন ম্যাচে ইনিংসের শেষ পর্যায়ে ব্যাট হাতে নেমে ১৮৪ স্ট্রাইক রেটে মোট ৯২ রান করার পাশাপাশি দুই উইকেট নিয়েছেন তিনি।

English summary
Rahul Dravid informs he and skipper Rohit Sharma are very clear about the combination of the team for forthcoming ICC T20I world cup in Australia. He also informs them there is no set formula for success and they are pretty clear about the balance and combination of the team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X