For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যকুমার আমার ব্যাটিং দেখেননি! কেন এ কথা বললেন রাহুল দ্রাবিড়? উচ্ছ্বসিত হার্দিক

Google Oneindia Bengali News

টি ২০ আন্তর্জাতিকে দুরন্ত ফর্ম ধরে রেখে রাজকোটে ম্যাচের সেরা হলেন সূর্যকুমার যাদব। ৪৫টি টি ২০ আন্তর্জাতিকে ৪৩ ইনিংসে তৃতীয় শতরান করার সুবাদে। অপরাজিত থাকলেন ৫১ বলে ১১২ রানে। টি ২০ আন্তর্জাতিকে তাঁর ব্যাটিং গড় এখন ৪৬.৪১, স্ট্রাইক রেট ১৮০.৩৪। নতুন বছরে প্রথম শতরান করার পর বিশ্বের ১ নম্বর ব্যাটার দাঁড়ালেন হেড কোচ রাহুল দ্রাবিড়ের প্রশ্নের মুখে।

দ্রাবিড়ের প্রশংসা

দ্রাবিড়ের প্রশংসা

বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের জন্য সূর্যর ইন্টারভিউ নিতে গিয়ে দ্রাবিড় শুরুতেই প্রশংসায় ভরিয়ে দিলেন মুম্বইয়ের এই ব্যাটারের। তিনি মজা করে শুরুতেই বলেন, আমার সঙ্গে এমন একজন দাঁড়িয়ে রয়েছেন আমি নিশ্চিত ছোটবেলায় তিনি আমার ব্যাটিং দেখেননি। সূর্য অসাধারণ। দুরন্ত ফর্মে রয়েছেন। প্রতিবারই যখন তাঁর ব্যাটিং দেখি মনে হয় এর চেয়ে ভালো টি ২০ ইনিংস দেখিনি। প্রতিবারই তাঁর উন্নততর টি ২০ ইনিংসের সাক্ষী থাকছি। উল্লেখ্য, রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তি। তবে এমন ঝোড়ো ইনিংস তাঁর স্বভাবসিদ্ধ ছিল না। ছোটবেলা থেকে ক্রিকেটাররা কাউকে আইডল মেনেই এগোতে চান। ফলে দ্রাবিড় বোঝাতে চাইলেন সূর্য যেভাবে আগ্রাসী ব্যাটিং করছেন তাতে নিশ্চিতভাবেই তিনি দ্রাবিড়ের মতো ব্যাটিং করে নিজেকে তৈরি করেননি।

সেরা ইনিংস বাছতে পারলেন না

সূর্যকুমার যাদবকে তাঁর সেরা টি ২০ ইনিংস বেছে নিতে বলেন দ্রাবিড়। সূর্য অবশ্য সেটা করতে পারেননি। তাঁর কথায়, যখনই ব্যাট করতে নেমেছি, কঠিন পরিস্থিতিতে ব্যাটিং উপভোগ করেছি। সে কারণে কোনও একটি ইনিংসকে বেছে নিতে পারছি না। এই কাজটা সত্যিই কঠিন। গত এক বছর ধরে যা করেছি তা নিজে খুব উপভোগ করছি। সেটাই করতে চাই। যতটা সম্ভব নিজেকে মেলে ধরাই আমার লক্ষ্য থাকে। কঠিন পরিস্থিতিতে যখন প্রতিপক্ষ আমাদের ম্যাচ থেকে ছিটকে দিতে চায়, তখন ম্যাচটা আমাদের দিকে ঘোরানোর চেষ্টা আমি করে থাকি। সেটা করতে সফল হলে দল এবং নিজের জন্য ভালো লাগে।

হার্দিক উচ্ছ্বসিত

হার্দিক উচ্ছ্বসিত

সূর্যকুমার যাদবের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি বলেন, সূর্যকুমার যাদবের ব্যাটিং আমাদের সকলকেই অবাক করছে। দেখে সকলেরই মনে হচ্ছে, ব্যাটিং করা বুঝি কতটা সহজ। একজন বোলার হিসেবে তাঁকে বল করতে হলে আমি ব্যথিতই হতাম অন্তত যে ধরনের শট তিনি খেলছেন। একের পর এক অসাধারণ বড় শট আসছে তাঁর ব্যাট থেকে। সূর্য নিজেও যথেষ্ট অভিজ্ঞ, তাই তাঁকে ব্যাটিং নিয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি সব সময়ই আমার দলের ক্রিকেটারদের পাশে থাকি। টি ২০ ফরম্যাটে ভারতের সেরা ক্রিকেটাররাই দলে, ফলে কারও দক্ষতা নিয়ে আমার মধ্যে কোনও সংশয় থাকে না।

রাহুল ও অক্ষরেরও প্রশংসা

হার্দিক পাণ্ডিয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ প্রশংসা করেছেন রাহুল ত্রিপাঠীর। তিনি বলেন, রাহুল যখন ব্যাট করতে নামেন তখন বল মুভ করছিল। তা সত্ত্বেও রান দ্রুতগতিতে তুলে মোমেন্টাম আমাদের পক্ষে নিয়ে এসেছিলেন রাহুল। এরপর SKY নেমে অসাধারণ ইনিংস খেলে রানের গতি বাড়িয়েছেন। অক্ষর প্যাটেলও চলতি সিরিজে ভালো খেলেছেন। তাঁর জন্য গর্বিত। এই সিরিজ তাঁর যেমন আত্মবিশ্বাস বাড়াবে, তেমনই দলের ক্ষেত্রেও ইতিবাচক হবে।

English summary
Rahul Dravid And Hardik Pandya Hail Suryakumar Yadav's Brilliant Knock Against Sri Lanka. Surya Was Named Man Of The Match In Rajkot After Hitting 3rd T20I Century.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X