For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহানে-পূজারা ফের ব্যর্থ! কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিপর্যয়

Google Oneindia Bengali News

কানপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে ভারত। এদিন ৫ ওভারে ১ উইকেটে ১৪ রান নিয়ে খেলা শুরু করেন ময়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারা। সেখান থেকে ১৯.৪ ওভারে ৫১ রানের মাথায় ভারতের পঞ্চম উইকেট পড়ে। ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ফের সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হলেন। খারাপ ফর্ম অব্যাহত রেখে নিজেদের উপর চাপ বাড়ালেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে।

রাহানে-পূজারা ফের ব্যর্থ! কানপুরে ভারতের ব্যাটিং বিপর্যয়

২০২১ সালে ১২টি টেস্টে অজিঙ্ক রাহানে ২১টি ইনিংসে ৪১১ রান করেছেন। সর্বাধিক ৬৭। গড় ১৯.৫৭, অর্ধশতরান দুটি। চলতি বছরের গোড়ায় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ ও ৪ রান করেছিলেন। ব্রিসবেন টেস্টে ৩৭ ও ২৪। প্রথম টেস্টে বিরাট কোহলির নেতৃত্বে হারার পর এই টেস্ট সিরিজ ভারত জিতেছিল রাহানের নেতৃত্বে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে রাহানের রান ছিল যথাক্রমে ১, ০, ৬৭, ১০, ৭ ও ২৭। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি করেন যথাক্রমে ৪৯ ও ১৫। ইংল্যান্ড সফরে জো রুটদের বিরুদ্ধে চারটি টেস্টে রাহানের রান ছিল যথাক্রমে ৫, ১, ৬১, ১৮, ১০, ১৪ ও ০। কানপুর টেস্টে ভারতের অধিনায়ক রাহানে প্রথম ইনিংসে ৬৩ বলে ৩৫ রান করে আউট হয়েছিলেন। এদিন ১৫ বলে চার রানের বেশি করতে পারেননি। স্পিনার আজাজ প্যাটেলের বলে লেগ বিফোর হন।

রাহানে-পূজারা ফের ব্যর্থ! কানপুরে ভারতের ব্যাটিং বিপর্যয়

চলতি বছরে ১২টি টেস্টে ২২ ইনিংসে ১ বার অপরাজিত থেকে ৬৩৯ রান করেছেন চেতেশ্বর পূজারা। সর্বাধিক ৯১ লিডসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে, গড় ৩০.৪২। অর্ধশতরান করেছেন ৬টি। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি করেছিলেন যথাক্রমে ৮ ও ১৫ রান। গত জানুয়ারিতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারা দুই ইনিংসে করেছিলেন ৫০ ও ৭৭। ব্রিসবেন টেস্টে ২৫ ও ৫৬। ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে তাঁর রান ছিল যথাক্রমে ৭৩, ১৫, ২১, ৭, ০, ১৭। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টে তিনি করেন যথাক্রমে ৪, অপরাজিত ১২, ৯, ৪৫, ১, ৯১, ৪ ও ৬১। কানপুর টেস্টে প্রথম ইনিংসে ৮৮ বলে ২৬ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে এদিন কাইল জেমিসনের বলে ফিরলেন ৩৩ বলে ২২ রান করে।

রাহানে-পূজারা ফের ব্যর্থ! কানপুরে ভারতের ব্যাটিং বিপর্যয়

এদিন দলের ৩২ রানের মাথায় কাইল জেমিসনের বলে কট বিহাইন্ড হন চেতেশ্বর পূজারা (৩৩ বলে ২২)। ১০ রানের ব্যবধানে এরপর পড়ে তিন উইকেট। অজিঙ্ক রাহানে ফেরেন দলের ৪১ রানের মাথায়। প্রথম ঘণ্টায় এদিন দুই উইকেট তুলে নেন কিউয়ি বোলাররা। ২০তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ময়াঙ্ক আগরওয়াল (৫৩ বলে ১৭) ও রবীন্দ্র জাদেজা (২ বলে ০)-কে ফেরান টিম সাউদি।

সাউদি ময়াঙ্ককে আউট করে টেস্টে ভারতের বিরুদ্ধে ৫০তম উইকেটটি পেলেন। রিচার্ড হ্যাডলি কিউয়ি বোলার হিসেবে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি ৬৫টি টেস্ট উইকেট পেয়েছেন। গতকাল ঘাড়়ে অস্বস্তিভাবের কারণে কিপিং করতে পারেননি ঋদ্ধিমান সাহা। আজ রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা ব্যাট করতে নামলেও ঋদ্ধিমান মাঠে নামতে পারেননি। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৫ উইকেটে ৮৪। রবিচন্দ্রন অশ্বিন ৩৫ বলে ২০ ও শ্রেয়স আইয়ার ৫১ বলে ১৮ রানে ক্রিজে রয়েছেন। ভারতের লিড ১৩৩ রানের। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের লিড ২০০ থেকে ২২০ রানে পৌঁছে গেলে কাজ মোটেই সহজ হবে না কিউয়িদের।

English summary
India Captain Ajinkya Rahane And His Deputy Cheteshwar Pujara's Poor Form Continues. India In Trouble By Losing Quick Wickets On The Morning Session Of Day 4 In Kanpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X