For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের চাকরিতে তিনিই বহাল থাকতে পারেন

ভারতের ফিল্ডিং কোচ থাকতে পারেন আর শ্রীধর, জন্টি রোডস তাঁর প্রধান প্রতিযোগী

  • |
Google Oneindia Bengali News

রবি শাস্ত্রী আরও একবার টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর দলের সহকারিদের পদে কারা আসীন হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এখনও পর্যন্ত যা খবর, টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের চাকরি খোয়াতে পারেন সঞ্জয় বাঙ্গার। তবে চাকরি থেকে যেতে পারে ভারতের বোলিং কোচ ভরত অরুণের। বিরাট কোহলি ব্রিগেডের ফিল্ডিং কোচের পদও অপরিবর্তিত থাকতে পারে বলে খবর।

কার হাতে দায়িত্ব

কার হাতে দায়িত্ব

পাঁচ বছর ধরে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন কর্নাটকের প্রাক্তন ক্রিকেটার রামকৃষ্ণাণ শ্রীধর। যোগ্যতা বলেই এত বছর একই পদ ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি। এর আগে অন্ধ্র ক্রিকেট দলের প্রধান কোচ, কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ, ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সহকারি কোচও ছিলেন আর শ্রীধর।

পারফরম্যান্স

পারফরম্যান্স

সন্দেহ নেই যে আর শ্রীধরের কোচিংয়ে গত পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট দল ফিল্ডিং বিভাগে অনেক উন্নতি করেছে। তাঁর হাত ধরেই বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলদের আউট ফিল্ড মুভমেন্ট আগের থেকে আরও বেশি তুখর হয়েছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত। ফিল্ডিং প্র্যাকটিসের নতুন নতুন টেকনিকও আবিষ্কার করেছেন শ্রীধর। ভারত ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও টুর্নামেন্টে নীল জার্সিধারীদের ফিল্ডিং পারফরম্যান্স ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে।

প্রতিযোগিতায় কাঁরা

প্রতিযোগিতায় কাঁরা

বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হওয়ার জন্য একাধিক আবেদন জমা পড়েছে। তাঁদের মধ্যে যে ব্যক্তি আর শ্রীধরকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন, তিনি প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডস। ইংলিশম্য়ান জুলিয়ান ফাউন্টেন ও ভারতের অভয় শর্মাও রয়েছেন প্রতিযোগিতায়।

English summary
R Sridhar will remain as Team India's fielding coach, jonty rhodes is his contender
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X