আইপিএল ২০২১ : ৮ দলের তহবিলে অবশিষ্ট কত টাকা? পড়ে থাকল কত শূন্যপদ?
আইপিএল ২০২১-এর দিকে তাকিয়ে ক্রিকেটার ধরে রাখা এবং ছেড়ে পর্ব শেষ করে ফেলেছে দলগুলি। এবার শুরু মিনি নিলামের প্রস্তুতি। তার আগে কোন ফ্র্যাঞ্চাইজির তহবিলে কত টাকা অবশিষ্ট রয়েছে, তা দেখে নেওয়া যাক। প্রতি দলে কতগুলি শূন্যপদ রয়ে গেল, তাও দেখে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্স
ছেড়ে দেওয়া ক্রিকেটার : লাসিথ মালিঙ্গা (অবসর), মিচেল ম্যাকলেনাঘান, জেমস প্যাটিমসন, নাথান কুল্টার-নাইল, শেরফেন রাদারফোর্ড, প্রিন্স বলবন্ত রাই, দিগ্বিজয় দেশমুখ।
অবশিষ্ট তহবিল : ১৫.৩৫ কোটি টাকা
শূন্যস্থান : ৭ (৪ বিদেশি)

দিল্লি ক্যাপিটালস
ছেড়ে দেওয়া ক্রিকেটার : মোহিত শর্মা, তুষার দেশপান্ডে, কেমো পল, সন্দীপ লামিছানে, অ্যালেক্স ক্যারি, জেসন রয়।
অবশিষ্ট তহবিল : ১২.৯০১৮ কোটি টাকা
শূন্যস্থান : ৬ (২ জন বিদেশি)

সানরাইজার্স হায়দরাবাদ
ছেড়ে দেওয়া ক্রিকেটার : সঞ্জয় যাদব, বি সন্দীপ, বিলি স্টানলেক, ফ্যাবিয়ান অ্যালেন, ইয়ারা পৃথ্বীরাজ।
অবশিষ্ট তহবিল : ১০.৭৫ কোটি টাকা
শূন্যস্থান : ৩ (১ জন বিদেশি)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ছেড়ে দেওয়া ক্রিকেটার : অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, ইসুরু উড়ানা, মইন আলি, পবন নেগি, গুরকিরত সিং মান, শিবম দুবে, ডেল স্টেইন, পার্থিব প্যাটেল, উমেশ যাদব।
অবশিষ্ট তহবিল : ৩৫.৯০ কোটি টাকা
শূন্যস্থান : ১৩ (৪ জন বিদেশি)

কলকাতা নাইট রাইডার্স
ছেড়ে দেওয়া ক্রিকেটার : টম ব্যান্টন, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, সিদ্ধার্থ এম, সিদ্ধেশ লাড।
অবশিষ্ট তহবিল : ১০.৭৫ কোটি টাকা
শূন্যস্থান : ৮ (২ জন বিদেশি)

চেন্নাই সুপার কিংস
ছেড়ে দেওয়া ক্রিকেটার : কেদার যাদব, পীযূষ চাওলা, মুরলী বিজয়, মনু কুমার, হরভজন সিং, শেন ওয়াটসন (অবসর)।
অবশিষ্ট তহবিল : ২২.৯০ কোটি টাকা
শূন্যস্থান : ৭ (১ জন বিদেশি)

কিংস ইলেভেন পাঞ্জাব
ছেড়ে দেওয়া ক্রিকেটার : গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, হারদাস ভিলজোয়েন, জগদীশ সূচিত, মুজিব উর রহমান, শেলডন কোটরেল, জিমি নিশাম, কৃষ্ণাপ্পা গৌতম, তাজিন্দর সিং।
অবশিষ্ট তহবিল : ৫৩.২০ কোটি টাকা
শূন্যস্থান : ৯ (৫ জন বিদেশি)

রাজস্থান রয়্যালস
ছেড়ে দেওয়া ক্রিকেটার : স্টিভ স্মিথ, অঙ্কিত রাজপুত, ওশেন থমাস, আকাশ সিং, বরুণ অ্যারন, টম কারান, অনিরুদ্ধ যোশী, শশাঙ্ক সিং।
অবশিষ্ট তহবিল : ৩৪.৮৫ কোটি টাকা
শূন্যস্থান : ৮ (৩ জন বিদেশি)
ভিলেন করোনা ভাইরাস! চুপিসারেই দেশে প্রত্যাবর্তন অস্ট্রেলিয়া বধের নায়কদের! পৃথক কেবল রাহানে!