আইপিএল ২০১৭: দিল্লিকে দুরমুশ করে ম্যাচ পকেটে পুরল পাঞ্জাব
মোহালি, ৩০ এপ্রিল: আইপিএলের অন্যতম কম স্কোরের ম্যাচে, দিল্লিডেয়ার ডেভিলসের বিরুদ্ধে ৬৮ রান তাড়া করতে নেমে সহজ জয় পেল কিংল ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে গাপ্তিল করেন সর্বোচ্চ ৪৩ রান। ম্যাচের ১২ ওভার বাকি থাকতেই , ১০ উইকেটে এই ম্যাচ জিতে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচের সেরা ঘোষিত হন কিংস ইলেভেন পাঞ্জাবের বোলার সন্দীপ শর্মা। ম্যাচে ২০ রান দিয়ে সন্দীপের সংগ্রহ ৪ উইকেট।
এর আগে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ঘরের মাঠে প্রথম থেকেই দিল্লিকে কোনঠাসা করে দেয় পাঞ্জাব। আজ ইনিংসের শুরুতেই দিল্লির ৩টি উইকেট নিয়ে প্রথম ধাক্কাটি দেন পাঞ্জাবের সন্দীপ শর্মা। ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট খুইয়ে রীতিমত ব্যাকফুটে চলে যায় দিল্লি ডেয়ার ডেভিলস। ১০ ওভারের শেষে ৪৬ রানে ৬ উইকেট স্কোর নিয়ে এগোতে থাকে দিল্লি।

এদিকে, চোটের কারণে আজকের ম্যাচ থেকে বাদ পড়েছেন দিল্লির অধিনায়ক জাহির খান। তাঁর জায়গায় আজ খেলেন পেসার মহম্মদ সামি। জাহিরের জায়গায় আজ দিল্লিকে নেতৃত্ব দেন করুণ নায়ার। অন্যদিকে,চোট আঘাতে জর্জরিত পাঞ্জাবের দলে আজ ফেরেন হাশিম আমলা, বরুণ অ্যারোন ,সন্দীপ শর্মা।
লিগ তালিকায় সবচেয়ে নিচে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে আজ প্রথম থেকেই বেশ ঝকঝকে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচের শেষে লিগ তালিকার পরিসংখ্যান বলছে, ৮টি ম্যাচ খেলে ২ টিতে জিতে তালিকার শেষে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। তাদের সংগ্রহে রয়েছে, ৪ পয়েন্ট। অন্যদিকে ৯টি ম্যাচের পর ৪টিতে জিতে ,৮ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কিংস কিংস ইলেভেন পাঞ্জাব।