For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের করোনা যুদ্ধে সামিল পাঞ্জাব কিংস, প্রীতির দলের বড় উদ্যোগ

ফের করোনা যুদ্ধে সামিল পাঞ্জাব কিংস, প্রীতির দলের বড় উদ্যোগ

  • |
Google Oneindia Bengali News

আরও একবার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হলে পাঞ্জাব কিংস। তবে এবার আর অর্থ নয়, দেশের প্রত্যন্ত এলাকায় অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেওয়াই লক্ষ্য প্রীতি জিন্টার দলের। রাউন্ড টেবিল ইন্ডিয়া বা আরটিআই-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই মহান কর্মযজ্ঞে সামিল হতে চলেছে পাঞ্জাব কিংস। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা।

ফের করোনা যুদ্ধে সামিল পাঞ্জাব কিংস, প্রীতির দলের বড় উদ্যোগ

জানানো হয়েছে, দেশের কোন এলাকার কোন বা কয়টা বাড়িতে কত পরিমাণ অক্সিজেন লাগবে, সেই তথ্য তুলে আনবে রাউন্ড টেবিল ইন্ডিয়া বা আরটিআই। তার প্রেক্ষিতে তারা কনসেনট্রেটর বা সিলিন্ডার সরবরাহ করা হবে বলে পাঞ্জাব কিংসের তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, কোনও বাড়ি কিংবা এলাকায় পাঠানো অক্সিজেন কনসেনট্রেটর বা সিলিন্ডার খালি হয়ে গেলে সেটি স্যানিটাইজ করে এবং আবারও পূরণ করে প্রয়োজনমাফিক অন্য বাড়ি বা এলাকায় পাঠানো হবে। এভাবে চক্রাকারে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি। প্রয়োজনে দেশের হাসপাতালগুলিকেও অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করতে রাজি রয়েছে পাঞ্জাব কিংস।

দলের সহ-মালিক নেস ওয়াদিয়ার কথায়, গোটা বিশ্ব করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এই পরিস্থিতিতে সকলকে একজোট হয়ে সংগ্রাম চালাতে হবে বলে মনে করেন নেস। দরিদ্র, দুঃস্থ মানুষদের জীবন ও জীবিকা বাঁচানো তাঁদের অন্য লক্ষ্য বলে দাবি করেছেন পাঞ্জাব কিংসের সহ-মালিক। তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাউন্ড টেবিল ইন্ডিয়ার এরিয়া চেয়ারম্যান আয়ুষ জৈন।

ভারতীয় দলের কঠোর নিভৃতবাস শুরু মুম্বইয়ে, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় পন্থ-জাড্ডুভারতীয় দলের কঠোর নিভৃতবাস শুরু মুম্বইয়ে, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় পন্থ-জাড্ডু

এর আগে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করেছিল পাঞ্জাব কিংস। সোশ্যাল মিডিয়ায় প্রশংসীত হয়েছিল তাদের উদ্যোগ। কেবল সেখানেই আটকে না থেকে এবার আরও বড় উদ্যোগে নিজেদের নাম লেখাল কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, মহম্মদ শামির দল। আইপিএল যুদ্ধে পারফরম্যান্সের বিচারে পিছিয়ে থাকা এই দল ক্রিকেট প্রেমীদের মন জয় করেছে।

English summary
Punjab Kings join hand with Round Table India to fight against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X