For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব কিংস, জন্মদিনে ধাক্কা গেইলের

  • |
Google Oneindia Bengali News

আজ দুবাইয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধের তৃতীয় তথা চলতি আইপিএলের ৩২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। প্রথম সাক্ষাতে হাই স্কোরিং ম্যাচে পাঞ্জাব জিতেছিল মাত্র ৪ রানে। তবে এবারের রাজস্থান রয়্যালস আগের চেয়ে শক্তিশালী। শক্তি বাড়়িয়ে নিয়েছে পাঞ্জাব কিংসও। ফলে উপভোগ্য লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

 ঈশান-সহ ৪ ক্রিকেটার খেলবেন দুই নতুন দলে

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব কিংস। আজকের ম্যাচে মোট চার ক্রিকেটার নতুন দুই দলের হয়ে আইপিএলে খেলতে নামছেন। বাংলার ঈশান পোড়েলের পাশাপাশি এইডেন মার্করাম ও আদিল রশিদ রয়েছেন পাঞ্জাব কিংসের প্রথম একাদশে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বিধ্বংসী ফর্মে থাকা এভিন লুইস রাজস্থান রয়্যালসের ব্যাটিং শক্তি আরও বাড়াতে চলেছেন। আজ আবার ক্রিস গেইলের ৪২তম জন্মদিন। যদিও ইউনিভার্সাল বস আজ পাঞ্জাব কিংস দলে নেই। গেইলকে তাঁর জন্মদিনে প্রথম একাদশের বাইরে রাখার সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। চন্দননগরের ঈশান পোড়েলের আজ আইপিএল অভিষেক হচ্ছে।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো ফর্মে থাকা ক্রিকেটারদের প্রতি আস্থা রেখেছে দুই দলই। শ্রীলঙ্কা সফরে দুরন্ত ফর্মে ছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। ফলে তিনি তিনে নামবেন। মার্করাম দলে আসার কারণেই গেইলকে প্রথম একাদশে রাখা যায়নি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফাইনালে রান না পেলেও সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের হয়ে ১১ ম্যাচে ৪২৬ রান করেছিলেন এভিন লুইস। তিনটি অর্ধশতরানের পাশাপাশি একটি ঝোড়ো শতরানও করেন। ৫২ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন। মেরেছিলেন ৫টি চার ও ১১টি ছক্কা। সেমিফাইনালে করেছিলেন ৩৯ বলে অপরাজিত ৭৭। জোফ্রা আর্চার, বেন স্টোকস, জস বাটলারদের অনুপস্থিতিতে লুইস ও লিভিংস্টোনের উপর ভরসা করছে রাজস্থান। দ্য হান্ড্রেজে ১২টি উইকেট নিয়ে যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী আদিল রাশিদ আজ পাঞ্জাব কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলছেন। বাংলার দুই পেসার ঈশান পোড়েল ও মহম্মদ শামির উপর ভরসা করছে পাঞ্জাব। টি ২০ বিশ্বকাপের আগে নজর থাকবে শামির দিকেও।

টস জেতার পর লোকেশ রাহুল বলেছেন, ফ্রেশ উইকেট কেমন আচরণ করবে জানি না। ঘাস আছে। তবে আমি রান তাড়া করতেই পছন্দ করি। আগে এখানে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে তৈরি। রাজস্থান রয়্যালস অধিনায়ক জানিয়েছেন, দলের পরিবেশ পজিটিভ মেজাজেই রয়েছে। কুমার সঙ্গকারা চাপমুক্ত থেকে খেলা উপভোগ করার জন্য প্রত্যেককে বলেছেন। সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস রয়েছে ছয় নম্বরে। পয়েন্ট তালিকার সপ্তম স্থানে পাঞ্জাব কিংস। রাহুলরা আট ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছেন। যে দল আজ জিতবে তারা কেকেআরকে নামিয়ে উঠে আসবে পঞ্চম স্থানে।

পাঞ্জাব কিংস- লোকেশ রাহুল (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, দীপক হুডা, ফ্যাবিয়ান অ্যালেন, আদিল রশিদ, ঈশান পোড়েল, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, মহম্মদ শামি

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মহীপাল লমরর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগী

English summary
Punjab Kings Have Won The Toss And Elected To Bowl First Against Rajasthan Royals In Dubai. Eiden Markram, Adil Rashid And Ishan Porel Make Their PBKS Debut As Evin Lewis Will Play For The First Time For Rajasthan Royals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X