For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামার জঙ্গি হামলার জের - পাকিস্তানি ক্রিকেট দেখা বন্ধ করা হল ভারতে

পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর ভারতে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিল টুর্নামেন্টের সরকারি সম্প্রচারকারী ডিস্পোর্ট।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় জঙ্গি হামলায় জেরে ভারতে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল-এর সম্প্রচার বন্ধ করে দিল টুর্নামেন্টের সরকারি সম্প্রচারকারী সংস্থা ডিস্পোর্ট। দেশের সংহতি রক্ষাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে চ্যানেল সূত্রে।

পুলওয়ামার জের - পাক ক্রিকেট দেখা বন্ধ হল ভারতে

দুবাইতে এই মুহূর্তে চলছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগ পাকিস্তান সুপার লিগ বা পিএসএল-এর চতুর্থ সংস্করণ। ছয় দলীয় এই টুর্নমেন্টে খেলছেন বিশ্ব-ক্রিকেটের অনেক নামজাদা তারকাই। এর চু়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানেই। কাশ্মীরের ঘটনার পর পাকিস্তানে কতজন বিদেশী ক্রিকেটার খেলতে আসতে রাজি হন তা নিয়ে কৌতূহলের মধ্যেই এই প্রতিযোগিতার প্রচার বন্ধ করে দেওয়া হল ভারতে।

চার বছর ধরে এই টি২০ টুর্নামেন্ট চললেও, ভারতীয় বোর্ডের নিষেধাজ্ঞা থাকায়, এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় কোনও ভারতীয় ক্রিকেটার অংশ নেননি। তবে তারকা খচিত এই প্রতিযোগিতা নিয়ে ভারতেও আগ্রহ রয়েছে। গত বছর পর্যন্ত অবশ্য ভারতে কোনও সম্প্রচারকারীই ছিল না পিএসএল-এর। ২০১৮ সাল ভারতে সম্প্রচার সত্ত্ব কেনে ডিস্পোর্ট।

বর্তমান পরিস্থিতিতে চ্যানেলের তরফে এইই প্রতিযোগিতার সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকেই সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত যান্ত্রিক সমস্যায় তা করা যায়নি। অবশেষে শনিবার রাত থেকে ভারতে আর পিএসএল-এর খেলা দেখানো হচ্ছে না।

English summary
The telecast of Pakistan Super League (PSL) has been blocked in India by the official broadcaster of the tournament DSport in the wake of the Pulwama terror attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X