For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূজারা-রাহানে ফের ব্যর্থ! জোহানেসবার্গ টেস্টের প্রথম সেশনে ভারতকে ব্যাকফুটে পাঠাল দক্ষিণ আফ্রিকা

Google Oneindia Bengali News

জোহানেসবার্গ টেস্টেও ফের ব্যর্থ হলেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। পরপর দুই বলে তাঁদের ফিরিয়ে কামব্যাক টেস্টে কেরিয়ারের মাইলস্টোন স্পর্শ করলেন ডুয়ান অলিভিয়ের। চেতেশ্বর পূজারা তিন রানে আউট হওয়ার পরই গোল্ডেন ডাক ভাগ্যে জুটল অজিঙ্ক রাহানের। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৩। অধিনায়ক লোকেশ রাহুল ১৯ ও হনুমা বিহারী চার রানে ক্রিজে রয়েছেন। এই টেস্টে ভারতের সহ অধিনায়ক করা হয়েছে জসপ্রীত বুমরাহকে।

জোড়া ধাক্কা ডুয়ানের

ভারতীয় ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে চেতেশ্বর পূজারাকে প্রথমে ফেরান ডুয়ান অলিভিয়ের। অফ স্টাম্পে শর্ট লেংথের বলকে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে গিয়েছিলেন পূজারা। বল তার ব্যাটের উপরের দিকে লেগে জমা পড়ে তেম্বা বাভুমার হাতে। পরের বলেই আউট চারে নামা অজিঙ্ক রাহানে। অফ স্টাম্পের বাইরের বলটি অবলীলায় ছেড়েই দিতে পারতেন। কিন্তু দ্বিধাগ্রস্তভাবে খেলতে গিয়েই বিপত্তি, ব্যাটে লেগে ক্যাচ গিয়ে জমা পড়ে কিগান পিটারসেনের হাতে। ৪৯ রানের মাথায় দুটি উইকেট হারায় ভারত।

ব্যর্থতা অব্যাহত

ব্যর্থতা অব্যাহত

বিরাট কোহলি এই টেস্টে খেলছেন না। তাঁর জায়গায় চারে ব্যাট করতে যান রাহানে। কিন্তু ফিরলেন গোল্ডেন ডাক নিয়ে। সুনীল গাভাসকর যা দেখে বলেই ফেললেন, পূজারা ও রাহানের প্রথম একাদশে থাকা নিয়ে নানা কথাবার্তা চলছে। ভারত যেভাবে খেলছে তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে। আর সেই ইনিংসই নিজেদের টেস্ট কেরিয়ার বাঁচানোর শেষ সুযোগ হিসেবে পাবেন পূজারা ও রাহানে। গাভাসকর খুব একটা ভুল বলেননি। বিরাটের জায়গায় এই টেস্টে দলে নেওয়া হয়েছে হনুমা বিহারীকে। তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলের হয়ে ভালো খেলেছিলেন। সম্ভবত সেই নিরিখেই মুম্বই টেস্টে শতরানকারী শ্রেয়স আইয়ার জোহানেসবার্গেও বাইরে। বিসিসিআই জানিয়েছে, পেটের গণ্ডগোলের জন্য শ্রেয়সকে এই টেস্টে খেলানো যায়নি। তবে আজ বিহারীও যদি রান পেয়ে যান, আর পরের ইনিংসে রাহানে ও পূজারা ব্যর্থ হন তাহলে জোহানেসবার্গেই তাঁদের টেস্ট কেরিয়ারে যবনিকাপাত হতেই পারে।

পূজারা-রাহানের অফ ফর্ম

পূজারা-রাহানের অফ ফর্ম

২০২১ সালে পূজারা ১৪টি টেস্ট খেলেছেন, ২৬ ইনিংসে রান করেছেন ৭০২, সর্বাধিক ৯১, গড় ২৮.০৮। ৬টি অর্ধশতরান করেছেন, তিনবার আউট শূন্য রানে। ৪৫টি ইনিংস হয়ে গেল তাঁর ব্যাটে শতরান নেই। এই ইনিংসগুলি মিলিয়ে মোট রান ১১৮২, গড় ২৬.৯। অজিঙ্ক রাহানে ২০২১ সালে ১৩টি টেস্টে ২৩ ইনিংসে মাত্র ৪৭৯ রান করেছেন, সর্বাধিক ৬৭, গড় ২০.৮২, ২টি অর্ধশতরান করেছেন। ২ বার শূন্যে আউট হয়েছেন। নতুন বছরের শুরুতেই তিনি এদিন ফিরলেন শূন্য রান করেই। ২০১৮ সালে ভারতের জোহানেসবার্গ টেস্টে অবদান ছিল রাহানের। এবার তার পুনরাবৃত্তি ঘটিয়ে ব্যাট হাতে সাফল্য না পেলে রাহানের পক্ষে দলে জায়গা ধরে রাখা অসম্ভবই।

চাপে ভারত

চাপে ভারত

এদিন টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী ইনিংসই খেলছিলেন লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। প্রথম ঘণ্টায় ভারতের কোনও উইকেট পড়েনি। কিন্তু জলপানের বিরতির পর প্রথম বলেই ময়াঙ্ক আগরওয়াল কট বিহাইন্ড হন। পাঁচটি চারের সাহায্যে ৩৭ বলে তিনি করেন ২৬। চেতেশ্বর পূজারা ৩৩ বল খেলে তিন রান করে প্যাভিলিয়নে ফেরেন। ভারতীয় দলে জায়গা পাকা করার লড়াই হনুমা বিহারীর সামনে। বিহারী ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর আজ ১৩তম টেস্ট খেলছেন, তার মধ্যে একটিই টেস্ট খেলেছেন দেশের মাটিতে।

অলিভিয়েরের নজির

দক্ষিণ আফ্রিকার বোলাররা প্রথম ঘণ্টায় কোনও উইকেট না পেলেও ধৈর্য্যের পরিচয় দিয়ে প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টায় সাফল্য পেয়েছেন। বিশেষ করে নজর কাড়লেন ডুয়ান অলিভিয়ের। বলের নিরিখে তিনি দ্বিতীয় দ্রুততম হিসেবে টেস্টে ৫০তম উইকেটটি পেলেন রাহানেকে আউট করে। ৯ ওভারে ১টি মেডেন-সহ ২৭ রান দিয়ে তিনি দুটি উইকেট নেন। মার্কো জানসেনের ৪টি ওভারের ২টি মেডেন, তিনি ২ রানের বিনিময়ে পেয়েছেন ময়াঙ্ক আগরওয়ালের উইকেটটি। টেস্টে ১২৪০টি বল লেগেছিল ভার্নন ফিলান্ডারের ৫০টি টেস্ট উইকেট পেতে। অলিভিয়ের নিলেন ১৪৮৬ বল।

English summary
India In Trouble Against South Africa In Johannesburg Test. Sunil Gavaskar Feels Cheteshwar Pujara And Ajinkya Rahane Now Have Just One Innings To Save Their Career.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X