For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটক প্রিমিয়ার লিগ ফিক্সিং কাণ্ডে গ্রেফতার হওয়া কে এই সিএম গৌতম?

কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সিএম গৌতম নামে কর্নাটকের এক ব্যাটসম্যানকে। এমন এক ক্রিকেটার, যাঁকে একটা সময় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত হিসেবে দেখা হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সিএম গৌতম নামে কর্নাটকের এক ব্যাটসম্যানকে। এমন এক ক্রিকেটার, যাঁকে একটা সময় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত হিসেবে দেখা হয়েছিল। রঞ্জি থেকে আইপিএল-এ ব্যাট ও গ্লাভস জমানো সিএম গৌতমের কেরিয়ারের দিকে নজর ফেরানো যাক।

কর্নাটক প্রিমিয়ার লিগ ফিক্সিং কাণ্ডে গ্রেফতার হওয়া কে এই সিএম গৌতম?

১) চিদাম্বরম মুরলিধরন গৌতমের কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০০৮ সালে। সে বছর উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। প্রথম ম্যাচেই নিজের উইকেট কিপিং-র দক্ষতায় মুগ্ধ হয়েছিল দেশের ক্রীড়া মহল।

২) প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১২-১৩'র মরশুম সিএম গৌতমের জন্য সেরা সময় বয়ে আনে। ওই মরশুমের রঞ্জি ট্রফিতে বিদর্ভ ও মহারাষ্ট্রের বিরুদ্ধে যথাক্রমে ২৫৭ ও ২৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ওই রঞ্জি মরশুমে গৌতমের ব্যাট থেকে ১১৭-র গড়ে ৯৪৩ রান আসে।

৩) রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্সের সৌজন্যে ২০১৩ সালে ভারতীয় এ দলে ডাক পান সিএম গৌতম। অস্ট্রেলিয়ায় খেলতে যান তিনি। সে বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলও জায়গা করে নেন গৌতম।

কর্নাটক প্রিমিয়ার লিগ ফিক্সিং কাণ্ডে গ্রেফতার হওয়া কে এই সিএম গৌতম?

৪) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে একটিও ম্য়াচ খেলার সুযোগ পাননি সিএম গৌতম। তবে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে বেশ কয়েকটি ম্য়াচ খেলেন গৌতম।

৫) কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের ৯৪টি ম্য়াচে ৪১-গড়ে ৪৭১৬ রান করেছেন সিএম গৌতম। ১০টি শতরান ও ২৪টি অর্ধ শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

৬) রঞ্জিতে কর্নাটক দলের অধিনায়কত্বও করেন সিএম গৌতম। এখন তিনি গোয়া দলের অধিনায়ক।

English summary
Profile of CM Gautam who arrested in the Karnataka Premier League fixing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X