অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে-তে মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা। ওপেনার রোহিত শর্মার অনুপস্থিতি কতটা অনুভূত হবে, সে তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক শুক্রবার কেমন দল নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। কেমন হবে ব্যাটিং ও বোলিং বিভাগ।

ওপেনার কারা
বহুদিন পর টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ান ডে-তে ইনিংস শুরু করতে দেখা যাবে শিখর ধাওয়ানকে। আইপিএলে ব্যাট হাতে কামাল করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তাঁর সঙ্গে মায়াঙ্ক আগরওয়াল।

তিনে কোন ব্যাটসম্যান
খুব স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামবেন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত রেকর্ড রয়েছে কোহলির।

মিডল অর্ডার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে টিম ইন্ডিয়ার জার্সিতে চার নম্বরে ব্যাট করবেন শ্রেয়স আইয়ার। পাঁচ এবং ছয় নম্বরে নামবেন যথাক্রমে উইকেটরক্ষক কেএল রাহুল ও অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। সাত নম্বরে ব্যাট করবেন রবীন্দ্র জাদেজা।

বোলিং বিভাগ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে শাসন করবেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল ও নভদীপ সাইনি। দলে একজন পেসার কমও খেলাতে পারে বিরাট কোহলি শিবির।