For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজকোটে ভারত বনাম বাংলাদেশ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া ও পিচ রিপোর্টে চোখ বুলিয়ে নিন

রাজকোটে ভারত বনাম বাংলাদেশ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া ও পিচ রিপোর্টে চোখ বুলিয়ে নিন

  • |
Google Oneindia Bengali News

সিরিজে এক ম্যাচে হেরে বসে থাকা ভারত, বৃহস্পতিবার রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে মরিয়া। হাই-ভোল্টেজ এই ম্যাচে কী হতে পারে দুই দলের প্রথম একাদশ? একই সঙ্গে ম্যাচের আবহাওয়া ও পিচ রিপোর্টেও একবার চোখ বুলিয়ে নিন।

কী বলছে আবহাওয়া

কী বলছে আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় মহা-র জেরে বৃহস্পতিবার গুজরাতে বিপুল বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দিন সকাল থেকেই রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে বর্ষাসুরের দাপট দেখা যাবে বলে জানানো হয়েছে। ম্যাচ হলেও ওভার কমতে পারে বলে মনে করা হচ্ছে।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

যত ওভারই খেলা হোক, ম্যাচ হাই-স্কোরিং হবে বলেই মনে করা হচ্ছে। কারণ রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের বাইশ গজ বরাবারই ব্যাটিং সহায়ক। এই মাঠে এর আগে ২০২ রানের টার্গেট তাড়া করে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে ৮টি ম্যাচ জিতেছে মেন ইন ব্লু ও একটি ম্যাচ জিতেছে টাইগার্সরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ।

ভারতের সম্ভাব্য দল

ভারতের সম্ভাব্য দল

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি হারলেও রাজকোটের ম্যাচে ভারতীয় দলে বিশেষ পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। কেবল অনভিজ্ঞ অল রাউন্ডার শিবম দুবের পরিবর্তে সঞ্জু স্যামসন ও গত ম্যাচে বেশ রান খাওয়া খলিল আহমেদের পরিবর্তে শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হতে পারে একটা সূত্রের খবর।

সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে বা সঞ্জু স্যামসন, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর বা খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহল।

বাংলাদেশের সম্ভাব্য দল

বাংলাদেশের সম্ভাব্য দল

লিটন দাস, মহম্মদ নইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মহম্মদুল্লা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, আল-আমিন হোসেন, শাইফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

English summary
Probable Indian 11 against Bangladesh in 2nd T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X