For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর শেষ ধাপে কী করতেই হবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর শেষ ধাপে কী করতেই হবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে?

  • |
Google Oneindia Bengali News

আইসিসি পরিচালিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ লগ্নে এসে পোঁছেছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে এক দল। প্রতিযোগতার অন্য শিবির কে হবে, তা নিয়ে তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শেষ ধাপে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া কোন কাজটা করলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে পৌঁছবে, তা দেখে নেওয়া যাক।

ইতিমধ্যেই ফাইনালে নিউজিল্যান্ড

ইতিমধ্যেই ফাইনালে নিউজিল্যান্ড

ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট বাতিল হয়ে যাওয়ায় এই লম্ফ দিয়েছেন কেন উইলিয়ামসমরা।৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ পয়েন্টের হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কিউয়িরা।

এগিয়ে রয়েছে ভারত

এগিয়ে রয়েছে ভারত

আহমেদাবাদে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম স্থানে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দল। ৪৯০ পয়েন্টের পাশাপাশি বিরাট কোহলি শিবিরের ঝুলিতে রয়েছে পয়েন্টের ৭১ শতাংশ হার। ২-১ কিংবা ৩-১ ব্যবধানে চলতি সিরিজ জিতলেই প্রতিযোগিতার ফাইনাল খেলার ছাড়পত্র পাবে ভারত। তবে সিরিজ ড্র হলে ফাইনালে পৌঁছতে পারবে না বিরাট কোহলি শিবির।

ইংল্যান্ডের সম্ভাবনা

ইংল্যান্ডের সম্ভাবনা

৪৪২ পয়েন্ট ও ৬৪.১ শতাংশ পয়েন্টের হার নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ভারতকে তাদেরই মাটিতে অন্তত ২-১ ফলাফলে সিরিজ হারাতে হতো জো রুটদের। তা না হওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার সুযোগ

অস্ট্রেলিয়ার সুযোগ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৩৩২ পয়েন্ট ও ৬৯.২ শতাংশ পয়েন্টের হার রয়েছে টিম পেইন শিবিরের ঝুলিতে।ভারত বনাম ইংল্যান্ড সিরিজ ২-২ ব্যবধানে ড্র হলে আবার প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া।

English summary
Probability of India, England and Australia to reach ICC World Test Championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X