For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে গ্রেফতার ২ খালিস্তানি সমর্থক, পরে মুক্তি

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে গ্রেফতার ২ খালিস্তানি সমর্থক, পরে মুক্তি 

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার তখন ওল্ড ট্রাফোর্ডে ভারত ও নিউজিল্য়ান্ডের মধ্যে বিশ্বকাপের সেমি-ফাইনাল চলছে বিপুল উন্মাদনায়। ঠিক সেই সময়ই স্টেডিয়ামের দর্শকাসনে বসে থাকা দুই শিখ ক্রিকেট সমর্থককে জায়ান্ট স্ক্রিণে অন্য অবতারে দেখা যায়।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে গ্রেফতার ২ খালিস্তানি সমর্থক, পরে মুক্তি

অভিযোগ, কালো ও সাদা টি-শার্ট পরিহিত ওই দুই শিখের বুকে লেখা ছিল, 'পাঞ্জাব রেফারেন্ডাম ২০২০'। একই সঙ্গে ভারত ও নিউজিল্য়ান্ডের মধ্যে বিশ্বকাপের সেমি-ফাইনাল ম্যাচ চলাকালীন 'খালিস্তান জিন্দাবাদ স্লোগান'-ও দিতে শোনা যায় ওই দুই শিখকে। আইনত অপরাধ বিতর্কিত এই আচরণের জন্য ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে ইংল্যান্ডের পুলিশ। যদিও পরে তাদের ছেড়েও দেওয়া হয়।

তাঁদেরই মধ্যে একজন পরমজিৎ সিং পাম্মার বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। তা সত্ত্বেও এই গ্রেফতারি অনৈতিক বলে তার দাবি। উল্লেখ্য, গত ৩০ জুন এজবেস্টনে ভারত ও ইংল্য়ান্ডের মধ্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলার সময়ও কয়েক জন শিখ সম্প্রদায়ের ক্রিকেট প্রেমীকে পাঞ্জাব রেফারেন্ডাম ২০২০' লেখা টি-শার্ট পরে দর্শকাসনে বসে থাকতে দেখা যায়। এধরনের রাজনৈতিক প্রচার ক্রিকেট বিশ্বকাপের মতো মঞ্চে করা যাবে না বলেই জানিয়েছে আইসিসি।

English summary
Pro-Khalistani get evicted during India-New Zealnad match of World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X