For Quick Alerts
For Daily Alerts
প্রো কবাডি ২০১৯: লিগ টপার দাবাং দিল্লিকে হারাল বেঙ্গল ওয়ারিয়ার্স
প্রো কবাডি লিগ ২০১৯ এর সোমবারের প্রথম ম্যাচে দাবাং দিল্লিকে হারালো বেঙ্গল টাইগার্স। বেঙ্গল ম্যাচ জিতল ৯ পয়েন্টের ব্যবধানে। বেঙ্গল ওয়ারিয়ার্সের পক্ষে ম্যাচের ফল ৪২-৩৩।

ম্যাচে রেইড পয়েন্টে এগিয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স। ২৮ পয়েন্ট পেয়েছে বেঙ্গল। অন্যদিকে প্রতিপক্ষ দাবাং দিল্লি ২৩ পয়েন্ট পায়। সুপার রেইডস পয়েন্টে দুই দলই ০ স্কোর করে।
ট্যাকেলে আবার ৮-৬ ব্যবধানে এগিয়ে যায় বেঙ্গল ওয়ারিয়ার্স। আর একট্রা পয়েন্টে ০-২ পিছিয়ে বেঙ্গল। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি ম্যাচে ৯ পয়েন্ট বেশি তুলে নিয়ে ৪২-৩৩ ব্যবধানে ম্যাচ জিতল বেঙ্গল ওয়ারিয়ার্স।
একনজরে পয়েন্ট টেবিল
১৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে দাবাং দিল্লি
১৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে বেঙ্গল ওয়ারিয়ার্স
১৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগের তিন নম্বরে রয়েছে হরিয়ানা স্টিলার্স।