শুভ জন্মদিন প্রধানমন্ত্রী মোদী, শুভেচ্ছায় সামিল বিরাট, সচিন থেকে রায়না সহ ক্রিকেট মহল
৭০ পূর্ণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় সামিল হয়েছে গোটা দেশ। শুভাকাঙ্খির তালিকায় রয়েছেন দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সুরেশ রায়না, গৌতম গম্ভীর সহ অন্যান্যরা।
|
বিরাট কোহলি
৭০তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। দেশের প্রশাসনিক প্রধানকে শুভেচ্ছা জানাতে কোনও কার্পণ্য করেননি ভিকে।
|
সচিন তেন্ডুলকর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। একই সঙ্গে নমোকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ক্রিকেটের ঈশ্বর।
|
শিখর ধাওয়ান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। ভারত নির্মাণে মোদীর অবদান অনস্বীকার্য বলে জানিয়েছেন গব্বর।
|
কেএল রাহুল
টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান কেএল রাহুল ৭০তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদাীকে শুভেচ্ছা জানিয়েছেন।
|
ভিভিএস লক্ষ্মণ
আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
|
গৌতম গম্ভীর
নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
|
সুরেশ রায়না
আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সদ্য প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না।
|
হরভজন সিং
স্ত্রী তথা অভিনেত্রী গীতা বাসরার বার্তা রি-টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।
|
রবি শাস্ত্রী
৭০তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্দান্ত মানুষ বলে আখ্যা দিয়ে তাঁকে শুভেচ্ছা বার্তা দিতে ভোলেননি টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

নরেন্দ্র মোদীর জীবনের কিছু নজরকাড়া ঘটনা, অজানা অধ্যায় একনজরে