For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ প্রিভিউতে জেনে নিন মেগা ম্যাচের আগে কতটা প্রস্তুত হায়দরাবাদ এবং পঞ্জাব

বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে আইপিএল টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দু'টি দল কিংস ইলেভেন পঞ্জাব এবং সানরাইজার্স হায়দরাবাদ ।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে আইপিএল টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দু'টি দল কিংস ইলেভেন পঞ্জাব এবং সানরাইজার্স হায়দরাবাদ ।

ম্যাচ প্রিভিউতে জেনে নিন মেগা ম্যাচের আগে কতটা প্রস্তুত হায়দরাবাদ এবং পঞ্জাব

ঘরের মাঠে এমনিতেই সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড মন্দ নয়। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে পারদ চড়ছে হায়দরাবাদ সমর্থকদের। এক দিকে প্রিয় দলের ম্যাচ তার উপর গেইল ঝড়ের আশা, সব মিলিয় বৃহস্পতিবার সুপার ইভিনিংয়ের অপেক্ষায় হায়দরাবাদের ক্রিকেট প্রেমীরা।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে হায়দরাবাদ। হার দু'টি ম্যাচে। ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে কেন উইলিয়ামসনের দল।

ম্যাচ প্রিভিউতে জেনে নিন মেগা ম্যাচের আগে কতটা প্রস্তুত হায়দরাবাদ এবং পঞ্জাব

অন্য দিকে, হায়দরাবাদের সম সংখ্যক ম্যাচ খেলে কিংস ইলেভেন পঞ্জাব জয় পেয়েছে পাঁচটি ম্যাচে। হারতে হয়েছে একটি ম্যাচে। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে আছে রবিচন্দ্রন অশ্বিনের দল।

প্রথম স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে পয়েন্ট ফারাক না থাকলেও রান রেটে পিছিয়ে পঞ্জাব। তাই দ্বিতীয় স্থানেই জায়গা হয়েছে প্রীতি জিন্টার দলের। তবে, এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ফিরে আসতে তৈরি পঞ্জাব।

গত ম্যাচে গেইলের অনুপস্থিতিতে বড় রান তুলতে ব্যর্থ হলেও জয় পেতে অসুবিধা হয়নি পঞ্জাবের। দিল্লিকে চার রানে হারিয়ে দেয় পঞ্জাব।

দিল্লি বিরুদ্ধে গেইল না খেললেও এই ম্যাচে দলে ফিরতে চলেছেন ক্য়ারিবিয়ান সুপারস্টার। পঞ্জাব টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, পিঠের সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন গেইল। এই ম্যাচে তাঁর খেলার সম্ভবনা প্রবল।

ম্যাচের আগে কিংস ইলেভেনের নির্ভরযোগ্য বোলার অঙ্কিত রাজপুত বলেন, 'প্রতি ম্যাচের মতোই আমরা প্রস্তুত হায়দরাবাদের বিরুদ্ধেও ভাল পারফর্ম করতে। আমাদের পরিকল্পনা মাফিক আমরা খেলতে চাই।'
অন্য দিকে, সানরাইজার্সও তৈরি পঞ্জাবের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরের মাঠে জয় ছিনিয়ে নিতে। সানরাইজার্স হায়দরাবাদকে ভরসা দিচ্ছে গত ম্যাচে পাওয়া মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় জয় এবং ফর্মে থাকা বোলিং ব্রিগেড।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১৮ রানে গুটিয়ে যাওয়ার পর বহু সানরাইজার্স সমর্থকই ভেবেছিলেন এই ম্যাচে প্রিয় দলের জেতার কোনও উপায় নেই। কিন্তু হায়দরাবাদের দুরন্ত বোলিংয়ের সামনে ৮৭ রানে গুটিয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং। ফলে নিজেদের বোলিং ইউনিটের উপর ভর করেই পঞ্জাবকে নাস্তানাবুদ করতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি গত ম্যাচে না খেলা ভুবনেশ্বর কুমার। তবে তাঁকে খেলানোর চেষ্টা চলছে। ভুবি একান্তই না পারলে তাঁর পরিবর্তে খেলবেন বাসিল থাম্পি। পাশাপাশি, গত ম্যাচে সুযোগ পাওয়া মহম্মদ নবিকেও হয়তো বসতে হতো পারে বেঞ্চে। তাঁর পরিবর্তে দলে ফিরতে পারেন কার্লোস ব্রেথওয়েট।

English summary
Sunrisers Hyderabad will face Kings Eleven Punjab in their home ground and they are ready to give a tough fight to Ravichandran Ashwin's team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X