For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্লে-অফের আশা বাঁচিয়ে রখতে হলে পঞ্জাবের বিরুদ্ধে আজ জিততেই হবে রাজস্থানকে

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে আজ জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি রাজস্থান রয়্যালস। নয় ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে আইপিএল টেবিলের একদম শেষে অবস্থান রাজস্থানের।

Google Oneindia Bengali News

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে আজ জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি রাজস্থান রয়্যালস। আশা জাগিয়ে শুরু করলেও আইপিএলের মাঝ পথেই খেই হারিয়ে ফেলে দুই বছর নির্বাসন কাটিয়ে আইপিএলের মূল স্রোতে ফেরা রাজস্থান দল। এখনও পর্যন্ত ২০১৮ আইপিএলে মোট নয়টি ম্য়াচ খেলেছে রাজস্থান। যার মধ্যে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে তারা। হারতে হয়েছে ছ'টি ম্যাচে। নয় ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে আইপিএল টেবিলের একদম শেষে অবস্থান রাজস্থানের।

প্লে-অফের আশা বাঁচিয়ে রখতে হলে পঞ্জাবের বিরুদ্ধে আজ জিততেই হবে রাজস্থানকে

এই পরিস্থিতিতে থেকে ঘুরে দাঁড়াতে হলে আর একটি ম্যাচও হারা চলবে না রাজস্থান রয়্যালসের। প্রতি ম্যাচই জিততে হবে তাদের। তবেই প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে সক্ষম হবে অজিঙ্ক রাহানের দল।

এই গোটা টুর্নামেন্টে বার বার দলের ফর্মেশনে বদল আনতে হয়েছে অজিঙ্ক রাহানেকে। দলের প্লেয়ারদের ফর্ম খারাপ থাকায় কোনও একটা সেট টিম এখনও গড়ে ওঠেনি রাজস্থানের। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ফের একবার সেই রকমটাই হতে চলেছে।

রাজস্থান টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে দলে দু'টি পরিবর্তন আনতে পারেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। গোটা টুর্নামেন্টে ফর্ম হাতড়ে বেড়ানো ডি'আরসি শর্টের পরিবর্তে দলে ফিরতে পারেন হেনরিচ ক্লাসেন। পাশাপাশি গত ম্যাচে ধবল কুলকার্নীর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়ে দাগ কাটতে ব্যর্থ অনুরীত সিং। অনুরীতের পরিবর্তে নিজের জায়গা ফিরে পেতে পারেন ধবল।

অন্য দিকে, এই ম্যাচে রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব বেশ ভাল ছন্দেই রয়েছে। গোটা টুর্নামেন্ট ধরেই ছন্দ বজায় রেখেছে রবিচন্দ্রন অশ্বিনের দল। মাঝে হঠাৎ ছন্দ পতন হলেও সেই সমস্যা দ্রুত কাটিয়ে ওঠে পঞ্জাবের দলটি। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের সমসংখ্যক ম্যাচ খেলে ছ'টি ম্যাচ জিতেছে পঞ্জাব। হার মাত্র তিনটিতে। নয় ম্যাচ থেকে বারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে প্রীতি জিন্টার দল।

কিংস ইলেভেন পঞ্জাবের টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিশনে বদল আনত চান না অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। একই দল ধরেই রাজস্থানের মাটিতে রাজস্থান রয়্যালসকে বধ করতে মরিয়া তারা।
তবে, গুরুত্বপূর্ণ এই ম্যাচেল আগে রাজস্থান রয়্যালসকে স্বস্তিতে রাখছে পরিসংখ্যান। এখনও পর্যন্ত রাজস্থানের ঘরের মাঠে চার বার খেলেছে পঞ্জাব। কিন্তু একটি ম্যাচেও জয় তুলে আনতে পারেনি প্রীতির দল। পাশাপাশি সর্বসাকুল্যে এই দুই দল মুখোমুখি হয়েছে ১৬ বার। যার মধ্যে রাজস্থান জিতেছে ন'টি ম্যাচে। পঞ্জাব জিতেছে ছয়টি ম্যাচে এবং একটি অমীমাংসিত।

English summary
Rajasthan Royals will face Kings Eleven Punjab in a must win situation. To continue the hope of play off RR need to win this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X