For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AFC Cup 2022: জয়ের বিষয়ে আশাবাদী সবুজ-মেরুন, বাগানকে সমীহ করলেও হুঙ্কার দিয়ে রাখলেন ব্লু স্টারের কোচ

জয়ের বিষয়ে আশাবাদী সবুজ-মেরুন, বাগানকে সমীহ করলেও হুঙ্কার দিয়ে রাখলেন ব্লু স্টারের কোচ

Google Oneindia Bengali News

আইএসএল এখন অতীতে। সেমিফাইনালে পৌঁছেও জেতা হয়নি চ্যাম্পিয়নশিপ, তবে মরসুমের শেষটা পরিকল্পনা মাফিক করতে চায় এটিকে মোহনবাগান। এএফসি কাপ ২০২২-এর প্রিলিমিনারি পর্যায়ের খেলায় সবুজ-মেরুন ব্রিগেড মঙ্গলবার সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার ব্লুস্টার এফসির বিরুদ্ধে।

AFC Cup 2022: জয়ের বিষয়ে আশাবাদী সবুজ-মেরুন, বাগানকে সমীহ করলেও হুঙ্কার দিয়ে রাখলেন ব্লু স্টারের কোচ

আন্তর্জাতিক স্তরে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করলেও পুরো তিন পয়েন্ট তোলার বিষয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "ব্লুস্টারের বিরুদ্ধে এই ম্যাচটা একেবারেই সহজ হবে না। ওরা পাঁচটা ম্যাচ জিতে এখানে এসেছে। তবে আমরা প্রস্তুত নিজেদের সেরাটা দেওয়ার জন্য। এটা আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক স্তরে আমি আশা করি ভাল পারফরম্যান্স করবে ছেলেরা।"

প্রায় দু'বছর পর যুবভারতী ক্রীড়াঙ্গনে নামতে চলেছে এটিকে মোহনবাগান। করোনার কারণে যুবভারতীতে দীর্ঘ দিন খেলেনি সবুজ-মেরুন। মাঝে ডুরান্ড কাপ হলেও তাতে অংশ নেয়নি তারা। মঙ্গলবারের এই ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

৩০ শতাংশ দর্শক মাঠে বসে এই ম্যাচের প্রত্যক্ষ করতে পারবেন। গ্যালারিতে সমর্থক ফেরায় বেজায় খুশি বাগান কোচ। তিনি বলেছেন, "দুই বছর মহামারীর কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হয়েছে ছেলেদের। মঙ্গলবার আবার স্টেডিয়ামে ফিরছেন সমর্থকেরা। এটা আমাদের জন্য বড় অ্যাডভান্টেজ।"

ম্যাচের আগের দিন যদিও প্রথম একাদশ নিয়ে খোলসা করে কিছু বলেননি এটিকে মোহনবাগান প্রশিক্ষক। তিনি বলেছেন, "আইএসএল-এ কিছু সমস্যা তৈরি হলেও গত দশ দিন ধরে এএফসির প্রস্তুতিতে ছেলেরা ভুলভ্রান্তি শুধরে নেওয়ার জন্য প্রতিনিয়ত কঠিন পরিশ্রম করেছে। লিস্টন কোলাস এখন অনকটাই ফিট। প্রতিনিয়ত দলের চিকিৎসক এবং ফিজিও-র তত্ত্বাবধানে নিজেকে ফিট করে তুলেছে ও।" চোট পাওয়া সন্দেশ ঝিংঘান এই ম্যাচে মোটামুটি অনিশ্চিত। সোমবার অনুশীলনেও দেখা যায়নি তাঁকে। সন্দেশের পাশাপাশি রয় কৃষ্ণার সার্ভিসও এই ম্যাচে না পাওয়ার সম্ভবনা প্রবল।

AFC Cup 2022: জয়ের বিষয়ে আশাবাদী সবুজ-মেরুন, বাগানকে সমীহ করলেও হুঙ্কার দিয়ে রাখলেন ব্লু স্টারের কোচ

দলের কোচের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হওয়া জনি কাউকো আইএসএল-এর হতাশজনক ফলাফল ভুলে এএফসি কাপে সেরা পারফরম্যান্স মেলে ধরতে বদ্ধপরিকর। তিনি বলেছেন, "আইএসএল-এ হতাশাজনক ফল হয়েছে। চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয়েছে সেমিফাইনালে হেরে। দীর্ঘ দুই বছর পর সমর্থকরা আমাদের সমর্থনে মাঠে আসবেন। তাঁদের সামনে খেলার সুযোগ পাওয়াটা পুরোপুরি কাজে লাগাতে হবে আমাদের।"

অন্য দিকে, তীব্র আর্থিক সংকটে বিপর্যন্ত শ্রীলঙ্কা। তাঁদের দলটির আর্থিক অবস্থাও খুব ভাল নয়। নেপাল থেকে চেন্নাই হয়ে কলকাতায় পা রেখেছে দলটি। কিন্তু দলের লাগেজ চেন্নাই বিমানবন্দরে আটকে যাওয়ায় রবিবার বিপ এবং জুতো ছাড়া অনুশীলন করতে হয় ব্লুস্টার এফসির ফুটবলারদের। আটকে যাওয়া কিটস চেন্নাই থেকে কলকাতায় এসে পৌঁছয় সোমবার সকালে।

এ দিন সন্ধ্যায় পুরো কিট নিয়েই অনুশীলন করতে পারবেন তারা। সোমবার বিকেলে সাংবাদিকদের সামনে এসে ব্লুস্টারের কোচ বান্দা সামারাকোন বলেন, "এটিকে মোহনাবাগান শক্তিশালী দল এটা আমরা জানি কিন্তু এটাও বাস্তব যে আমাদের দলও শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন।"

গোটা শ্রীলঙ্কা তীব্র আর্থিক সংকটে জর্জরিত, গভীর সমস্যায় ফুটবলাররাও তবে এর প্রভাব খেলায় পড়বে না বলেই জানিয়েছে বান্দা। তাঁর কথায়, "শুধুমাত্র আর্থিক সংকট কেন এই মুহূর্তে আমাদের দেশ বহু সমস্যায় জেরবার।" ফুটবলে শ্রীলঙ্কার পিছিয়ে পড়া প্রসঙ্গে বান্দা সামারকন জানিয়েছেন, শ্রীলঙ্কার ফুটবলে পেশাদারিত্বের অভাব এর অন্যতম কারণ, প্রধান কারণ বললেও ভুল হবে না। ভিসা সমস্যায় শ্রীলঙ্কার দলটির সঙ্গে আসেননি ব্লুস্টার অধিনায়ক থারিন্দু ইরাঙ্গা, চোটের কারণে আসেননি সহ অধিনায়ক লহিরুও। এএফসি কাপের ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দলটির অধিনায়কত্ব করবেন মহম্মদ ফাহির।

English summary
ATK Mohun Bagan will see off Bluestar FC of Sri Lanka in the preliminary round match of AFC Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X