For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs Sri Lanka: চোট সমস্যায় জর্জরিত দুই দলই নতুন মোড়কে মাঠে নামছে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে

India vs Sri Lanka: চোট সমস্যায় জর্জরিত দুই দলেই নতুন মোড়কে মাঠে নামছে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে

Google Oneindia Bengali News

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলেছে ২০২২ টি-২০ বিশ্বকাপ। গত বছর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের বিশ্বকাপে গ্রুপ পর্যায়েও টপকাতে পারেনি ভারত। গ্রুপের থেকেই বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তারপর থেকে অনেক পালাবদল ঘটেছে ভারতীয় ক্রিকেটে।

India vs Sri Lanka: চোট সমস্যায় জর্জরিত দুই দলেই নতুন মোড়কে মাঠে নামছে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে

রবি শাস্ত্রীর পরিবর্তে ভারতীয় দলের নতুন কোট হয়েছেন রাহুল দ্রাবিড়। বিরাট কোহলির পরিবর্তে ভারতের সমস্ত ফরম্যাটের অধিনায়ক এখন রোহিত শর্মা। দ্রাবিড়-রোহিত জুটি শুরু থেকেই ফুল ফোটাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করার পর ইডেন গার্ডেন্সে টি-২০ সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের ধ্বজা ওড়ানো রোহিতের সামনে এ বার শ্রীলঙ্কা চ্যালেঞ্জ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার লখনউ-এ মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত ওভারের সিরিজের শেষ দু'টি ম্যাচ খেলা হবে ধর্মশালায়।

ওয়েস্ট ইন্ডিজের সিরিজে যেই দল খেলেছিল সেই দলের সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্বাচিত দলে একাধিক পরিবর্তন রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেও। দলে ডাক পেয়েছেন রবীন্দ্র জাডেজা। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেনস কিরণ পোলার্ডের দলের বিরুদ্ধে ভারতের দুই সেরা পারফর্মার সূর্যকুমার যাদব এবং দীপক চাহার।

লখনউ-এ একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেছে ভারত। ২০১৮ সালে সেই ম্যাচে অপরাজিত ১১১ রান করেছিলেন রোহিত। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আবাহাওয়ার যা রিপোর্ট তাতে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। ম্যাচের সময়ে তাপমাত্র ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। এই ম্যাচেও চার বোলারে যেতে পারে ভারত। দীপক চাহারের না থাকার অভাব মেটাটে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে পুরো চার ওভার বল করতে হতে পারে। রবীন্দ্র জাডেজা দলে ফেরায় লোয়ার অর্ডারে ব্যাটিং লাইন শক্তিশালী হওয়ার পাশাপাশি স্পিনিং সেকসনেও সুবিধা পাবে ভারত।

চোট সমস্যায় শুধু ভারতীয় দলই জর্জরিত নয়, এই একই সমস্যার সম্মুখীন শ্রীলঙ্কাও। র্যাপিড অ্যানিটেজন টেস্ট এবং পিসিআর টেস্ট করে দেখা গিয়েছে এখনও পুরোপুরি কোভিড মুক্ত হয়ে উঠতে পারেননি শ্রীলঙ্কা দলের অন্যতম ভরসা ওয়ানিন্দু হাসারাঙ্গা। অস্ট্রেলিয়ায় নিভৃতবাসে রয়েছেন তিনি। তাঁর ভারতে আসার এই মুহূর্তে কোনও সম্ভবনা নেই। হ্যামস্ট্রিং চোটের কারণে অনিশ্চিত কুশল মেন্ডিস এবং মহেশ ঠিকশানেও প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা এখনও পর্যন্ত দিতে পারেনি শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।

ভারত (সম্ভাব্য একাদশ):

ঋতিরাজ গায়েকোয়াড়, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, ভেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাডেজা, হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ

শ্রীলঙ্কা (সম্ভাব্য একাদশ):

পথাম নিষাঙ্ক, ধনুষ্কা গুণথিলকা, কামিল মিশ্রা, দানিশ চাণ্ডিমাল, চারিথ আশালাঙ্কা, ডাসুন শনকা, চামিকা করুণারত্নে, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবীন জয়াবিক্রমা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা

English summary
India will face Sri Lanka in Lucknow in the first T20I match of the three match t20 series. Both teams are expected to change a lot tin their lineup. Plays from both side are injured and many are rested. It is going to be a acid test for many youngster.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X