For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি ২০ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রবল, কী বলছে আবহাওয়ার খবর এবং এক নজরে সম্ভাব্য একাদশ

ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি ২০ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রবল, কী বলছে আবহাওয়ার খবর এবং এক নজরে সম্ভাব্য একাদশ

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের শেষ চার থেকে নিউজিল্যান্ড এবং ভারত উভয় দলই ছিটকে গিয়েছে সেমিফাইনাল থেকে। শেষ চারে স্বপ্নভঙ্গ হওয়া দুই দল মুখোমুখি হতে চলেছে দ্বি-পাক্ষিক সিরিজে। যেখানে তিন ম্যাচের টি ২০ সিরিজ এবং সম সংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত এবং নিউজিল্যান্ড। ১৮ নভেম্বর (শুক্রবার) প্রথম টি ২০ ম্যাচে মাঠে নামবে ভারত এবং নিউজিল্যান্ড। এক নজরে দেখে নিন এই ম্যাচে দুই দলের হালহকিকত, সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট সহ অন্যান্য় তথ্য।

ভারত:

ভারত:

টি ২০ বিশ্বকাপে যে দল ভারত খেলিয়েছিল সেই দলের এক ঝাঁক ক্রিকেটার নেই এই টি ২০ সিরিজে। বিশ্বকাপের শেষের দিকে সুযোগ পাওয়া ঋষভ পন্থ এই সিরিজের প্রতিটা ম্যাচেই খেলবেন ফাস্ট চয়েজ উইকেটরক্ষক হিসেবে। পাশাপাশি টি ২০ বিশ্বকাপে একটিও ম্যাচ না খেলা যুজবেন্দ্র চাহালকেও দেখা যাবে ভারতের জার্সিতে এই ম্যাচে। এই সিরিজে নেই রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মার অনুপস্থিতিতে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। পাশাপাশি বিশ্রামে রয়েছেন রাহুল দ্রাবিডও। রাহুলের জায়গায় কোচিং-এ দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্ণণ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে লক্ষ্ণণ অন্তবর্তীকালীন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার প্রশংসা করে বলেছেন, "অসাধারণ একজন নেতা ও। আয়ারল্যান্ড সিরিজেও ওর সঙ্গে আমি সময় কাটিয়েছি, শুধু ট্যাকটিক্যালি-ই ভাল নয় (হার্দিক), পাশাপাশি অনেক বেশি শান্ত স্বভাবের এবং এটা অন্যতম গুণ যেটা থাকা প্রয়োজন সর্বেচ্চ স্তরে খেলা একজন ক্রিকেটাররের মধ্যে। প্রথম বছরই ওর নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটানস। এমন পরিস্থিতি আসবে যখন আপনাকে চাপের মধ্যে থাকতে হবে, সেই সময় আপনাকে শান্ত থাকতে হবে। খেলোয়াড়দের অধিনায়ক হার্দিক এবং প্রত্যেক খেলোয়াড় ওকে ভরসা করে।"

নিউজিল্যান্ড:

নিউজিল্যান্ড:

শেষ চার থেকে ছিটকে গেলেওটি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড যথেষ্ট ভাল পারফর্ম করেছিল। ঘরের মাঠে এই সিরিজ থেকেই ২০২৪ টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে নিউজিল্যান্ড। মার্টিন গাপ্তিলকে এই সিরিের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। আরও একটা সুযোগ দেওয়া হয়েছে অ্যালান ফিনকে। বিশ্বকাপের সেট দলের সঙ্গেই নিউজিল্যান্ড খেলতে নামবে। তবে, নজর থাকবে নিউজিল্যান্ডের বোলিং লাইনের দিকে। ট্রেন্ট বোল্টেরঅনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বোলাররাকেমন পারফর্ম করেন সেই দিকে নজর থাকবে।

আবহাওয়র খবর:

আবহাওয়র খবর:

ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি ২০ ম্যাচে ওয়েলিংটনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী ম্যাচ ভেস্তে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময়ে পুরো আকাশ মেঘাচ্ছ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ৮২ শতাংশ। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৯০ শতাংশ। ম্যাচের সময় ৩৯ কিমি/ঘণ্টা বেগে বাতাস বইতে পারে। ফলে এই ম্যাচে যে দল টসে জিতবে সেই দলের বোলিং করাই ঠিক সিদ্ধান্ত হবে। ম্যাচের সময় তাপমাত্র ২১ ডিগ্রি সেলসিয়ার থাকার কথা।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

স্কাই স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক এবং এখানে ব্যাটসম্যানরা ধরে খেললে রান পাবেন। ম্যাচের পরবর্তী অংশে পেসাররা সুবিধা পাবেন, মিডল ওভারে স্পিনাররা ঠিক মতো কাজে আসতে পারেন। এই উইকেটে প্রথম ইনিংসে গড় রান ১৬৯। পরিসংখ্যান অনুযায়ী ৪০ শতাংশ ক্ষেত্রে রান তাড়া করতে নামা দল এই পিচে ম্যাচ জেতে।

ভারতের সম্ভাব্য একাদশ:

ভারতের সম্ভাব্য একাদশ:

শুভমন গিল, ঈশান কিষান, স্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, জিমি নিসম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার

English summary
Preview of 1st T20I match between India and New Zealand in Wellington.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X