আইপিএল(ম্যাচ প্রিভিউ): পুনে বনাম পাঞ্জাব
আইপিএল-এর দশম মরশুমের ফাইনাল যত এগিয়ে আসছে ততই শেষ দিকের ম্যাচগুলির উত্তেজনার পারদ চড়ছে। ভক্তদের এই উত্তেজনার মধ্যেই ঘরের মাঠে রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে নামছে রাইজিং পুনে সুপার জায়ান্টাস।
২০১৭ সালের আইপিএল-এ এখনও পর্যন্ত সমস্ত দলগুলির প্লে-অফে পৌঁছেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের দশম মরশুমে তারা এখনও পর্যন্ত তালিকার শীর্ষে রয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বইয়ের দখলে রয়েছে ১৮ পয়েন্ট। লিগের তালিকায় মুম্বইয়ের পরেই স্থান রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ , কলকাতা নাইট রাইডার্সের।

এদিকে লিগের পঞ্চম স্থানে দখল করে রয়েছে পাঞ্জাব। যাদের হারানোটা পুনের পক্ষে খুব সহজ হবে না বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। তবে টি ২০ ক্রিকেট যে কোনো রকমের অঘটনই অভিপ্রেত। ফলে আজ একটা হাড্ডাহাড্ডি খেলার আসায় সকলেই। আর সেই উন্মাদনা নিয়েই আজ পুনের এমসিএ স্টেডিয়ামে জড়ো হবেন কয়েক হাজার ক্রিকেট সমর্থক।
পাঞ্জাবের দখলে রয়েছে ১৪ পয়েন্ট। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচের পর তারা ৭ টি ম্যাচে জিতেছে। অন্যদিকে লিগের তালিকায় পাঞ্জাবের ঠিক ওপরেই অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে পুনে সুপার জায়ান্সটস। পুনের দখলে রয়েছে, ১৬ পয়েন্ট। এখনও পর্যন্ত তারাও পাঞ্জাবের মতো ১৩ টি ম্যাচ খেলেছে।
রবিবারের হাড্ডাহাড্ডি এই ম্যাচে যে দল জিতবে তারা পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্লে অপের জন্য এগিয়ে যাবে। উল্লেখ্য, শনিবারের ম্যাচে গুজরাতকে হারিয়ে পুনে শিবির যতটা চনমনে , ততটাই আজকের ম্যাচ পকেটে পোরার জন্য মুখিয়ে রয়েছে পাঞ্জাবও। সব মিলিয়ে আজকের ম্যাচে খানিকটা নির্ধারণ হতে চলেছে দুদলেরই ভাগ্য।
রাইজিং পুনে সুপারজায়ান্টস
স্টিভ স্মিথ (অধিনায়ক), এমএস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, ফাফ ডু প্লেসি, উসমান খোয়াজা, মনোজ তিওয়ারি, ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যান ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা
কিংস ইলেভেন পাঞ্জাব
গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মনন ভোহরা, শন মার্শ, আরমান জাফর, মার্টিন গাপটিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সন্দীপ শর্মা, অনুরীত সিং, মোহিত শর্মা, কেসি কারিয়াপ্পা, প্রদীপ সাহু, স্বপ্নীল সিং, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুণ অ্যারন, অক্সর প্যাটেল, মার্কাস স্টইনিস, গুরকীরত মান, রাহুল তেওয়াটিয়া, ডারেন স্যামি, ঋদ্ধিমান সাহা, নিখিল নায়েক