(প্রিভিউ) আইপিএল ২০১৭ : ম্যাচ ৪ : পুনেকে টক্কর দিতে প্রস্তুত পাঞ্জাব
ইন্দোর, ৭ এপ্রিল : সিজনের শুরুতে দুবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে মনোবল চাঙ্গা স্টিভ স্মিথের রাইজিং পুনে সুপারজায়ান্টসের। তবে পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলও কোমর বেঁধে প্রস্তুত। তাই ৮ এপ্রিল পুনে ও পাঞ্জাবের ম্য়াচও যে কম বিনোদনমূলক হবে না তা বলাই যায়।
মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে পুনের অধিনায়ক এবার অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। মরশুমের শুরুটা অবশ্য ভালই হয়েছে স্টিভ স্মিথের জন্য। ৬ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত ৮৪ রানের ইনিংস খেলে দলকে প্রথম ম্যাচেই জয় এনে দিয়েছেন স্মিথ।

পুনের স্পিনার ইমরান তাহির এবং আদম জম্পা মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে সুচারু বোলিং প্রদর্শন দেখিয়েছেন। তবে অশোক দিন্দা যেভাবে শেষ ওভারে ৩০ রান দিয়েছেন তাতে স্বাভাবিক ভাবেই অসন্তুষ্ট অধিনায়ক। অশোক দিন্দার পাশাপাশি বোলিংয়ে দীপক চাহারের থেকেও আগামী ম্যাচে ভাল পারফরম্যান্সের আশা রাখছেন অধিনায়ক।
এদিকে এমন অনেককিছু রয়েছে যা সামলে খেলতে হবে এবার পাঞ্জাবকে। পাঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলও নতুন। তার উপর মোহালির বদলে হোলকার ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
ইতিমধ্যে একটা ম্যাচ খেলে পুনে কিছুটা আন্দাজ করতে পেরেছে দলে কি প্রয়োজন, কোন জায়গায় খামতি রয়েছে, কোনটা তাদের শক্তিশালী জায়গা। সেই অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে রয়েছে পাঞ্জাব।
পাঞ্জাবের দলে ইয়ন মর্গ্যান, ডারেন স্যামি, মার্টিন গাপ্তিল, বরুণ অ্যারোনের মতো নামি খেলোয়াড়রা রয়েছেন। ফলে পাঞ্জাব অধিনায়কের কাছে অতিরিক্ত সুবিধা তো রয়েছেই।
স্কোয়াড
রাইজিং পুনে সুপারজায়েন্টস :
স্টিভ স্মিথ (অধিনায়ক), এম এস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্ট্রোক, ফাফ ডু প্লেসি, ওসমান খোয়াজা, মনোজ তিওয়ারি,ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট,আদম জাম্পা
কিংস ইলেভেন পাঞ্জাব :
গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মানান ভোহরা, শন মার্শ, আরমান জাফার, মার্টিন গাপ্তিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সন্দীপ শর্মা, অনুরীত সিং, মোহিত শর্মা, কেসি কারিয়াপ্পা, প্রদীপ সাহু, স্বপ্নীল সিং, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুণ অ্যারন, আক্সার প্যাটেল, মার্কাস স্টয়নিস, গুরকীরত মান, রাহুল তেওয়াটিয়া, ডারেন স্যামি, ঋদ্ধিমান সাহা, নিখিল নায়েক।
দুই দলের পরের ম্যাচ
- পুনের পরবর্তী ম্যাচ ১১ এপ্রিল পুনেতে দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে
- কিংস ইলেভেন পাঞ্জাবের পরবর্তী ম্যাচ ১০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে।