For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) শীর্ষে থাকা কেকেআরের সঙ্গে লড়াই লিগ টেবলের শেষে থাকা দিল্লির

ইডেনে ঘরের মাঠে লিগ টেবলের শেষে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে এদিন শুক্রবার খেলতে নামছে আইপিএলে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৮ এপ্রিল : ইডেনে ঘরের মাঠে লিগ টেবলের শেষে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে এদিন শুক্রবার খেলতে নামছে আইপিএলে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স। অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে এই মরশুমেও অসাধারণ পারফর্ম করে চলেছে নাইট বাহিনী। অন্যদিকে দিল্লি প্রথমদিকে ২টি ম্যাচ জিতলেও শেষ তিনটি ম্যাচ হেরে কোণঠাসা অবস্থায় রয়েছে।

কলকাতা এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে। নেট রান রেটেও কলকাতা বাকী দলগুলির থেকে বহুযোজন এগিয়ে। অন্যদিকে দিল্লি ৬টি ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে। নেট রান রেটে দিল্লি পজিটিভে থাকলেও কলকাতার চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে।

(প্রিভিউ) শীর্ষে থাকা কেকেআরের সঙ্গে লড়াই লিগ টেবলের শেষে থাকা দিল্লির

এর আগে দিল্লির ঘরের মাঠে ডেয়ারডেভিলসদের ৪ উইকেটে হারিয়ে জয় পেয়েছে কেকেআর। দিল্লির ১৬৮ রানের জবাবে রান তাড়া করে জেতে গৌতম গম্ভীরের দল। ফলে ফিরতে ম্য়াচে দিল্লি কতটা লড়াই দিতে পারে কলকাতাকে সেটাই এখন দেখার।

কেকেআর এর হয়ে অধিনায়ক গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠানরা দারুণ ফর্মে রয়েছেন। পাশাপাশি বোলিং বিভাগেও ক্রিস ওকস, নাথন কুল্টার-নাইল, সুনীল নারিন, পীযূষ চাওলা, উমেশ যাদবরা অসাধারণ পারফর্ম করে চলেছেন। ফলে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই কলকাতা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

অন্যদিকে জাহির খানের নেতৃত্বে দিল্লি ভালো শুরু করলেও পরপর শেষ তিনটি ক্লোজ ম্যাচ হেরে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছে। তবে এখান থেকেও ফিরে আসার ক্ষমতা রয়েছে জাহিরের দলের। অন্য দলের চেয়ে কম ম্যাচ খেলেছে তারা। তাই পরপর কয়েকটি ম্যাচ জিতলে প্লে অফের দৌড়ে টিঁকে থাকতে পারবে দিল্লি। তবে শক্তিশালী কলকাতা ঘরের মাঠে কতটা সুযোগ দিল্লিকে দেবে, সেটাই এখন দেখার।

কলকাতা নাইট রাইডার্স

গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, ড্যারেন ব্র্যাভো, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা, উমেশ যাদব

দিল্লি ডেয়ারডেভিলস

জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, করুণ নায়ার, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েটস, স্যাম বিলিংস

English summary
Preview: IPL 2017: Match 32: KKR Vs Delhi Daredevils on April 28
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X