(প্রিভিউ) IPL 2017 : উপরে ওঠার লড়াইয়ে মুখোমুখি দ্বৈরথে দিল্লি-হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ, ১৯ এপ্রিল : আইপিএলে এদিন মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। লিগ তালিকায় এদিন চতুর্থ স্থানে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। চার ম্যাচে ২টিতে জয় পেয়েছে জাহির খানের দল। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঁচ ম্যাচ খেলে তিনটি জয় পেয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
প্রথম দুটি ম্যাচে জয়ের পরের দুটি ম্যাচ সানরাইজার্স হেরে যায়। তবে শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ রানে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ওয়ার্নার নিজে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন।

অন্যদিকে দিল্লি প্রথম ম্যাচে জেতার কাছাকাছি এসে রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে হেরে যায়। তার পরের দুটি ম্যাচে পুনে ও পাঞ্জাবকে হারিয়ে দেয়। তবে চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে দিল্লিকে হারতে হয়েছে।
এই মুহূর্তে পয়েন্ট টেবলের যা অবস্থা তাতে হায়দ্রাবাদ অথবা দিল্লি যারাই জিতুক প্রথম চারে থাকার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে যাবে। বিশেষ করে হায়দ্রাবাদের সুবিধা হবে। তবে দিল্লি যেহেতু একটি ম্যাচ কম খেলেছে সেহেতু তুলনামূলক ভালো জায়গায় রয়েছে জাহিরের দলও।
দিল্লির সুবিধা হল সঞ্জু স্যামসন, ঋষভ পান্থের মতো ভারতীয় তরুণরা অসাধারণ খেলছে। পাশাপাশি ক্রিস মোরিস, কোরি অ্যান্ডারসন, স্যাম বিলিংসের মতো বিদেশিরা দলে ভারসাম্য এনেছে। এছাড়া অধিনায়ক জাহির খানের অভিজ্ঞতা ও কোচ রাহুল দ্রাবিড়ের দলকে এক রাখার ক্ষমতা দিল্লিকে এবছর ভালো শুরু করতে সাহায্য করেছে।
অন্যদিকে হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার প্রতিবারের মতো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ও ব্যাট হাতে রান করছেন। সবচেয়ে বড় কথা বল হাতে ভুবনেশ্বর কুমার, রশিদ খানরা পরপর উইকেট তুলছেন, ফলে হায়দ্রাবাদের বোলিং এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী। এছাড়া যুবরাজ সিং এখনও ব্যাট বা বল হাতে জ্বলে ওঠেননি। তিনি ফর্মে ফিরলে হায়দ্রাবাদ আরও শক্তিশালী হয়ে উঠবে নিঃসন্দেহে।
সানরাইজার্স হায়দ্রাবাদ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, একলব্য দ্বিবেদী, মোয়েস এনরিকেস, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রন, প্রবীণ তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং
দিল্লি ডেয়ারডেভিলস
জাহির খান (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, করুণ নায়ার, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েটস, স্যাম বিলিংস