For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) IPL 2017 : হায়দ্রাবাদের ঘরের মাঠে সম্মুখ সমরে নামছে পাঞ্জাব

অনবদ্য শুরু করেছিল দুটি দলই। তবে প্রথম কয়েকটি ম্যাচের পর কিছুটা পিছিয়ে পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব।

  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১৭ এপ্রিল : অনবদ্য শুরু করেছিল দুটি দলই। তবে প্রথম কয়েকটি ম্যাচের পর কিছুটা পিছিয়ে পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব। হায়দ্রাবাদ প্রথম দুটি ম্যাচে জিতে পরের দুটিতে হেরেছে। অন্যদিকে একই অবস্থা পাঞ্জাবের। প্রথম দুটি ম্যাচে জিতে পরের দুটি ম্যাচে হেরে বসেছে গ্লেন ম্যাক্সওয়েলের দল।

এই অবস্থায় লিগের চতুর্থ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব রয়েছে পঞ্চম নম্বরে। এই অবস্থায় দুটি দলই জিতে লিগের প্রথম চার নম্বরের দৌড়ে টিঁকে থাকতে চাইবে।

IPL 2017 : হায়দ্রাবাদের ঘরের মাঠে সম্মুখ সমরে নামছে পাঞ্জাব

সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম দুটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত লায়ন্সের বিরুদ্ধে জিতেছে। তবে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে হারতে হয়েছে। এদিকে পাঞ্জাব প্রথম দুই ম্যাচে পুনে রাইজিং সুপারজায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিতলেও কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ার ডেভিলসের কাছে হেরে গিয়েছে।

ফলে এদিন ঘরের মাঠে হায়দ্রাবাদের দারুণ সুযোগ রয়েছে ডেভিড ওয়ার্নারের দলের জয় পাওয়ার।দলের একনম্বর পেসার ভুবনেশ্বর কুমার ৪টি ম্যাচে ১০ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়ে গিয়েছেন। এছাড়া আফগানিস্তানের রশিদ খান, আশিস নেহরা, বেন কাটিং, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানরা রয়েছেন। এছাড়া ব্যাটিংয়ে ওয়ার্নার ছাড়াও যুবরাজ সিং, মোয়েস এনরিকেসরা রয়েছেন।

এদিকে পাঞ্জাব ডেভিড মিলার, ইয়ন মর্গ্যান, গ্লেন ম্যাক্সওয়েলের সাহায্যে জয়ে ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার।

English summary
Preview: IPL 2017: Match 19: Hyderabad Vs Punjab on April 17
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X