For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) : IPL 10 : কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস

দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স শেষ ম্য়াচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারের পর ফের একবার নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে।

Google Oneindia Bengali News

কলকাতা, ২ মে : দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স শেষ ম্য়াচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারের পর ফের একবার নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে। আজকের ম্যাচে কলকাতা লিগ টেবিলের ৪ নম্বরে থাকা রাইজিং পুনে সুপারজায়েন্টসের সঙ্গে মুখোমুখি হতে চলেছে।

গত ম্যাচে যেখানে কলকাত হায়দ্রাবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় হারের মুখে পড়েছিল, সেখানে গত ২ ম্যাচে টানা জিতে টুর্নামেন্টে গতি পেয়ে গিয়েছে পুনে।

(প্রিভিউ) : IPL 10 : কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস

এদিনের ম্যাচে জিতে ১৬ পয়েন্ট জিতে প্লে অফে থাকাটা তাড়াতাড়ি নিশ্চিত করতে চাইছে কলকাতা। ফলে এদিন কিছুটা চাপ মাথায় নিয়েই মাঠে নামবে গৌতম গম্ভীরের দল। ইতিমধ্যে লিগ টেবিলে এক নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ১৬ পয়েন্ট পেয়ে নিজেদের প্লে অফে থাকা নিশ্চিত করে নিয়েছে। আর দেরি না করে দ্বিতীয় দল হিসাবে প্লে অফে নিজেদের জায়গা পাকা করতে মরিয়া কলকাতা।

হায়দ্রাবাদের কাছে কলকাতার হার থেকে একটা জিনিস পরিস্কার হয়ে গিয়েছে, কলকাতার উপরের দিকের ব্যাটসম্যানরা অসফল হলে লোয়ার অর্ডারে ম্যাচ ধরার মতো খেলোয়াড় কম রয়েছেন। ফলে উপরের দিকের ব্যাটিং অর্ডারকে আরও দক্ষ হাতে খেলতে হবে।

মূলত সুনীল নারিনের পিঞ্চ হিটিংয়ে কিছুটা রান তোলার পৃর তাকে এগিয়ে নিয়ে যান গম্ভীর উথাপ্পা জুটি। শেষ প্রায় প্রত্যেকটি ম্যাচেই তাই হয়েছে। কিন্তু এরা হতাশ করলে মনীশ পাণ্ডে বা ইউসুফ পাঠানের মধ্যে একজন অন্তত ঝরঝরে ইনিংস একটা না খেলতে পারলে সমস্যা রয়েছে কলকাতার। এতদিন ধরে বাংলাদেশের তারকা স্পিনার অলরাউন্ডার শাকিব আল হাসানকে এখনও সেভাবে খেলাননি অধিনায়ক গম্ভীর।

এদিকে পুনের হয়ে শেষ ম্যাচে চমকে দিয়েছেন আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় বেন স্ট্রোকস। ৬৩ বলে ১০৩ রান করে নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করে দিয়েছেন। স্ট্রোকস। আইপিএল ফাইনালের কয়েক সপ্তাহ আগে বেন স্ট্রোকসের ফর্মে ফেরা পুনের কাছে বিশাল বড় স্বস্তির কারণ।

এদিনের ম্যাচে পুনের সমর্থকদের নজর থাকবে বেন স্ট্রোকস, স্টিভ স্মিথ ও অবশ্যই মহেন্দ্র সিং ধোনির উপর।

কলকাতা নাইট রাইডার্স

গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, ড্যারেন ব্র্যাভো, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা, উমেশ যাদব

রাইজিং পুনে সুপারজায়ান্টস

স্টিভ স্মিথ (অধিনায়ক), এম এস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্ট্রোক, ফাফ ডু প্লেসি, ওসমান খোয়াজা, মনোজ তিওয়ারি,ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট,আদম জাম্পা

English summary
(Preview) : IPL 2017: kolkata knight riders vs rising pune supergiants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X