দুর্গা পুজো ২০২০: উৎসবের মরসুমে কেন মন ভালো নেই বিরাট ঘরণী অনুষ্কার
দেশ জুড়ে উৎসবের মরসুম। আর এই উৎসবের পরিবেশটাই দারুণভাবে মিস করেছেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। আইপিএল খেলতে এই মুহূর্তে আমিরশাহীতে রয়েছেন বিরাট। আইপিএল দেখতে বিরাটের সঙ্গে মরুশহরে রয়েছেন বলিউড অভিনেত্রী। আমিরশাহীতে থাকার কারণে এবছর দেশের উৎসবের আবহ, খাওয়া দাওয়া পুরোটাই মিস করছেন বলে জানালেন অনুষ্কা।

উৎসবের আবহ মিস করছেন অনুষ্কা
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিরাট ঘরণী জানিয়েছেন অষ্টমীর স্পেশ্যাল খাওয়া-দাওয়া মিস করছেন তিনি। বিশেষ করে অষ্টমীর ভোগের ছবি পোস্ট করে তাঁর মন খারাপের কথা বিরাট পত্নী জানিয়েছেন।

অষ্টমীর কোন মেনু মিস করছেন অনুষ্কা
একটি থালায় অষ্টমীর নবরাত্রির প্রসাদে পুরি চানা ও হালুয়ার ছবি পোস্ট করেছেন অনুষ্কা। সঙ্গে তিনি লেখেন, 'আজ এটা ব্যাপকভাবে মিস করছি।' সঙ্গে, উৎসবের মরসুমে অষ্টমীর ভোগ না পেয়ে তাঁর যে মন খারাপ তা হার্টের ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন অনুষ্কা।

নতুন বছরে বিরুষ্কার সংসারে নতুন অতিথি
প্রসঙ্গত নতুন বছরে দুই থেকে তিন হচ্ছে বিরুষ্কা। চলতি বছরের অগাস্টে মা হতে চলার সুখর ফ্যানেদের সঙ্গে ভাগ করে নেন বিরাট-অনুষ্কা। এরপর থেকেই মরুশহরে আইপিএলের মাঝে অনুষ্কার প্রতি মুহূর্তের আপডেট নিয়ে ফ্যানেদের কৌতূহলের এখন শেষ নেই।

বিরাট-অনুষ্কার রোম্যান্স
উল্লেখ্য আইপিএলের মাঝে এবি ডিভিলিয়ার্সের ক্যামেরায় বিরাট-অনুষ্কার রোম্যান্স ধরা পড়েছে। এই ছবিতে সূর্যাস্তের আভা গায়ে মেখে বিরাট-অনুষ্কাকে একে অপরের চোখে হারিয়ে যেতে দেখা গিয়েছিল।
কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে
{quiz_399}