বিশ্বকাপের বাইরে শিখর ধাওয়ান, কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
'কোনও সন্দেহ নেই পিচ তোমাকে মিস করবে কিন্তু আমি তোমার দ্রুত আরোগ্য কামনা করি। তুমি সুস্থ হয়ে মাঠে ফিরে এসো এবং দেশের জন্য জয় হাসিল করো।'

বাঁ-হাতের বুড়ো আঙুলে চিড় ধরে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের পাশে এভাবেই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'প্রিয়' সম্বোধন করে ধাওয়ানের উদ্দেশে করা প্রধানমন্ত্রীর টুইটবার্তা দল-মত নির্বিশেষে নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রিকেট প্রেম কারও অজানা নয়। ইংল্যান্ডে বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিরাট কোহলি ব্রিগেডকে উদ্বুদ্ধ করতে ভোলেননি নমো। টিম ইন্ডিয়ার কাছে আরও একবার বিশ্বকাপ জয় করার আবদারও করেছিলেন প্রধানমন্ত্রী। তার মধ্যে যে এমন দুর্ঘটনা ঘটে যাবে, তা হয়তো ভাবতে পারেননি নরেন্দ্র মোদী।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Dear <a href="https://twitter.com/SDhawan25?ref_src=twsrc%5Etfw">@SDhawan25</a>, no doubt the pitch will miss you but I hope you recover at the earliest so that you can once again be back on the field and contribute to more wins for the nation. <a href="https://t.co/SNFccgeXAo">https://t.co/SNFccgeXAo</a></p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1141697689412726785?ref_src=twsrc%5Etfw">June 20, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এরই মধ্যে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে টুইটারে আবেগঘন পোস্ট করেন শিখর ধাওয়ান। লেখেন, 'বলতে খারাপ লাগলেও, সত্যিটা মেনে নিতেই হচ্ছে, আমি এখন আর বিশ্বকাপে নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে আঙুলের চোট সেরে ওঠা সম্ভব নয়। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দ্য শো মাস্ট গো অন। আমার টিম ও সতীর্থদের জন্য বিশ্বকাপে অনেক শুভেচ্ছা রইল। জয় হিন্দ।'
গব্বরের এই আবেগঘন পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজর এড়িয়ে যায়নি। পাল্টা টুইট করে ভারতের বাঁ-হাতি ওপেনারকে মানসিক শক্তি জোগাতে সাহায্য করেন নমো।