বিশ্বকাপে অভিযান শুরু ভারতের, দলকে গুডলাক জানালেন প্রধানমন্ত্রী
অপেক্ষার অবসান, বিশ্বকাপে অভিযান শুরু করল কোহলির ভারত। অভিযানের শুরুতেই বল হাতে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল কোহলিরা। ম্যাচের শুরু থেকে ক্রমাগত উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের এদিন ব্যাটফুটে ঠেলে দেন জসপ্রীত বুমরাহ।

অন্যদিকে বিশ্বকাপে ভারতের অভিযান শুরুর আগে ভারতীয় দলের সাফল্য কামনা করে
টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল হিসেবে অভিযান শুরু করেছে মেন ইন ব্লু। ধোনির অধিনায়কত্বে ২০১১ বিশ্বকাপ জয়ের পর ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল ভারত। এবার নতুন অধিনায়ক কোহলির অধীনে বিশ্বকাপ খেলছে ভারতীয় দল।
কোহলি অ্যান্ড কোম্পানিকে এদিন গুডলাক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, 'বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত। কোহলির দলের সাফল্য কামনা করি। বিশ্বকাপে ব্যাটে-বলের জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় রইলাম।'
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">As <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> begins it’s <a href="https://twitter.com/hashtag/CWC19?src=hash&ref_src=twsrc%5Etfw">#CWC19</a> journey today, best wishes to the entire Team. <br><br>May this tournament witness good cricket and celebrate the spirit of sportsmanship.<br><br>खेल भी जीतो और दिल भी ! <a href="https://twitter.com/hashtag/INDvSA?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvSA</a></p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1136211193851289601?ref_src=twsrc%5Etfw">June 5, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রসঙ্গত ৩০ মে থেকে রানির দেশ ইংল্যান্ডে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের পর্দা ওঠার ছয় দিন পার করে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করল ভারতীয় দল। প্রথম ম্যাচে এদিন জোড়া স্পিনার ও জোড়া পেসার নিয়ে লড়াই শুরু করেছে কোহলিরা। পেস বিভাগে বুমরাহ, ভুবির পাশাপাশি স্পিন বিভাগে এদিন খেলছেন কুলদীপ-চাহাল, সঙ্গে রয়েছেন অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া।