For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বক্সিং ডে-তে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, মেলবোর্নে কেমন হবে পিচ? কেমন থাকবে আবহাওয়া?

বক্সিং ডে-তে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, মেলবোর্নে কেমন হবে পিচ? কেমন থাকবে আবহাওয়া?

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টা পরেই মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেড টেস্টের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ পাবে টিম ইন্ডিয়া। তবে বাঘের গুহায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া যে সহজ হবে না, তা ভালই জানেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। তাই সবার নজর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দিকে। মাঠের পিচ কেমন থাকবে, তা জানতে উদগ্রীব হয়ে রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

মেলবোর্নের পিচ রিপোর্ট

মেলবোর্নের পিচ রিপোর্ট

ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের জন্য মেলবোর্নের পিচ ঢেলে সাজানো হয়েছে বলে খবর। পিচ যতটা বোলিং সহায়ক হবে, ততটাই ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। ম্যাচের প্রথম দুই ঘণ্টা সাবধানে কাটিয়ে দিতে পারলে এই পিচে প্রথম ইনিংসে ৪০০ রান তোলা খুব একটা কঠিন কাজ হবে না বলে জানানো হয়েছে।

গত বক্সিং ডে টেস্ট

গত বক্সিং ডে টেস্ট

২০১৮-১৯ মরসুমের বর্ডার-গাভাসকর ট্রফির বক্সিং ডে টেস্টে মেলবোর্নে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট দল। ৩১৯ বলে ১০৬ রান করেছিলেন চেতেশ্বর পূজারা। ৮২ রান করেছিলেন বিরাট কোহলি। ওই ম্যাচ ১৩৭ রানে জিতেওছিল ভারত।

মেলবোর্নের আবহাওয়া

মেলবোর্নের আবহাওয়া

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্টের প্রথম এবং তৃতীয় দিন মেলবোর্নে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম দিনে সন্ধ্যার দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বক্সিং ডে টেস্টের জন্য ভারতীয় একাদশ

বক্সিং ডে টেস্টের জন্য ভারতীয় একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

English summary
Pitch report and weather conditions of Melbourne for the Boxing Day test between India and Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X