For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঙ্ক বল টেস্ট: হর্ষকে খোঁচা মাঞ্জরেকরের, জবাবে সমালোচনায় মুখর নেটিজেনরা

ইডেনে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট শেষে দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। গোলাপি টেস্টকে এগিয়ে নিয়ে যেতে ইডেনের পিঙ্ক বল টেস্টে পোস্টমর্টেম চাইছেন ক্রিকেট বোদ্ধারা।

  • |
Google Oneindia Bengali News

ইডেনে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট শেষে দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। গোলাপি টেস্টকে এগিয়ে নিয়ে যেতে ইডেনের পিঙ্ক বল টেস্টের পোস্টমর্টেম চাইছেন ক্রিকেট বোদ্ধারা। ব্যাটসম্যান, বেলার কিপার, ফিল্ডারদের কী কী সুবিধে হল, ম্যাচের পরিবেশ নিয়ে ক্রিকেটাররা কী কী সমস্যার মুখে পড়লেন সেই নিয়ে আলোচনাই ভবিষ্যতে দেশের মাটিতে পিঙ্ক বল টেস্টকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই ক্রিকেটমহলের মত। সেই নিয়েই প্রশ্ন করে এবার কথার লড়াইয়ে জড়ালেন দুই ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও সঞ্জয় মাঞ্জরেকর। হর্ষ ভোগলেকে খোঁচা দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ার রোষের মুখে পড়লেন মাঞ্জরেকর।

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলের মন্তব্য

রবিবার ইডেনে পিঙ্ক টেস্ট শেষ হওয়ার পর সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে ভোগলে বলেন,'টেস্ট শেষ। এবার পিঙ্ক বল টেস্ট নিয়ে সঠিক পোস্টমর্টেম দরকার।এই টেস্ট ম্যাচে ব্যাটসম্যান-বোলারদের দৃশ্যমানতা নিয়ে কী কী সমস্যা হল খতিয় দেখা প্রয়োজন।'

ভোগলেকে নিয়ে সঞ্জয় মাঞ্জরেকরের টিপ্পনি

হর্ষ ভোগলের এই মন্তব্যের পরই দেশের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর টিপ্পনি কাটেন। সোশ্যাল মিডিয়ায় এক বক্তব্যে মাঞ্জরেকর বলেন, ' হর্ষ, একমাত্র আপনি গিয়েই ঐ সব প্রশ্ন করুন। বাকিদের দৃশ্যমানতা নিয়ে এত কৌতুহল নেই বলেই মনে হয়। বিশেষ করে আমরা যারা মাঠে ক্রিকেট খেলেছি তাঁদের এই টেস্ট দেখে পিঙ্ক বলের দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন নেই। '

মাঞ্জরেকরের এই টিপ্পনিতে নেটিজেনদের প্রতিক্রিয়া

হর্ষ ভোগলেকে নিয়ে মাঞ্জরেকরের এই টিপ্পনিতে নেটিজেনরা একেবারেই ভালো চোখে দেখেনি। বিশেষ করে 'যারা ক্রিকেট খেলেছে তাঁদের তো অন্তত কোনও প্রশ্ন নেই'। মাঞ্জরেকরের বলা এই অংশটি নিয়ে আপত্তি রয়েছে।

English summary
Pink ball test: Twitterati support Harsha Bhogle on air spat with Sanjay Manjrekar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X