For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঙ্ক বল টেস্ট: টস থেকে স্টাম্পস, দিনের কোন সময় আপনি কোন সেশন দেখবেন, খুঁটিনাটি জেনে নিন

ঐতিহাসিক ইডেন টেস্ট। ভারতীয় ক্রিকেটে আজ ঐতিহাসিক দিন। উপমহাদেশের মাটিতে প্রথম বার পিঙ্ক বলে দিন রাতের টেস্ট ক্রিকেটের আসর। ইতিমধ্যেই এদিন ইডেন টেস্ট ঘিরে শহরে চাঁদের হাট।

  • |
Google Oneindia Bengali News

ঐতিহাসিক ইডেন টেস্ট। ভারতীয় ক্রিকেটে আজ ঐতিহাসিক দিন। উপমহাদেশের মাটিতে প্রথম বার পিঙ্ক বলে দিন রাতের টেস্ট ক্রিকেটের আসর। ইতিমধ্যেই এদিন ইডেন টেস্ট ঘিরে শহরে চাঁদের হাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে সানিয়া মির্জা, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন সেলেবরা কলকাতা শহরে এসে পৌঁছেছেন। অন্যদিকে এদিন ম্যাচ শুরুর আগে অন্যতম আকর্ষণ ইডেন বেল বাজানো। বিশেষ অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইডেন বেল বাজাবেন। এরপর মাঠে গোলাপি বলে দিনের প্রথম বল গড়াবে।

একনজরে দেখে নিন দিনের কোন সময় ম্যাচের কোন সেশন খেলা হবে

টস

টস

এদিন দুপুর ১টায় ম্যাচ শুরু। তার আগে ১২.৩০ মিনিটে টস হবে। এরপর দুপুর ১টায় দিনের প্রথম বল খেলা হবে।

 দিনের প্রথম সেশন

দিনের প্রথম সেশন

দিনের প্রথম সেশন ১-৩ পর্যন্ত। দুঘন্টার এই সেশনে বোলারদের পরীক্ষা। ভারত ও বাংলাদেশ দুই দলই যেহেতু প্রথমবার গোলাপি বলে খেলতে চলেছে। তাই দুই দলের কাছে ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

 দিনের দ্বিতীয় সেশন ও গোধূলি

দিনের দ্বিতীয় সেশন ও গোধূলি

৩-৩.৪০ মিনিট পর্যন্ত লাঞ্চ ব্রেক। এরপর দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে। ৩.৪০ মিনিট থেকে ৫.৪০ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশনের খেলা। মনে রাখতে হবে নভেম্বরের কলকাতায় বিকেল ৪.৪৫ থেকে গোধূলি হয়। পিঙ্ক বল টেস্টে এই সময়টা গুরুত্বপূর্ণ। গোধূলি বেলায় মাঠের ফ্লাডলাইটের আলো জ্বালানো হলে ব্যাটসম্যানরা গোলাপি বলের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে পারেন দেখার।

চা পান বিরতি ও দিনের তৃতীয় সেশনের খেলা

চা পান বিরতি ও দিনের তৃতীয় সেশনের খেলা

বিকেল ৫.৪০ থেকে ৬টা পর্যন্ত চা পান বিরতি। এরপর ৬-৮ দিনের তৃতীয় সেশনের খেলা। রাত ৮ টায় এদিনের খেলা শেষ হবে।

English summary
pink ball day night test: Match and session timings today, All you need to know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X