For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ সরলে ভারতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান! মুখরক্ষায় চাপের কৌশল নিল কোণঠাসা পিসিবি

এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। মুখরক্ষায় তাই পাল্টা চাপের কৌশল নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি।

Google Oneindia Bengali News

এশিয়া কাপ যে পাকিস্তান থেকে সরতে চলেছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জরুরি সভায়। একটি সংবাদমাধ্যমের দাবি, ওই বৈঠকে বিসিসিআই সচিব তথা এসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির।

এশিয়া কাপ নিয়ে চাপানউতোর

এশিয়া কাপ নিয়ে চাপানউতোর

জয় শাহ গত বছরই জানিয়ে দিয়েছিলেন, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানো হবে। ভারতীয় দল পাকিস্তানে পাঠানো হবে না। তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা চাপ তৈরির কৌশল অবলম্বন করে বলেছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলেও পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। যদিও রামিজ রাজার স্থলাভিষিক্ত হওয়ার পর এতটা কড়া অবস্থান প্রথমে নেননি নাজম শেঠি। এশিয়া কাপ আয়োজন নিয়ে এসিসির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার পাশাপাশি ভারতে খেলার বিষয়টি পাকিস্তান সরকারের উপর নির্ভর করবে বলেও জানিয়েছিলেন তিনি।

জয় বনাম নাজম

সম্প্রতি জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি প্রকাশ করায় নাজম শেঠি অসন্তোষ ব্যক্ত করে বলেন, কাউকে না জানিয়েই সূচি প্রকাশ হয়েছে। পাকিস্তান সুপার লিগের সূচিও তো ঘোষণা করে দিতে পারতেন! তবে এরপর এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দেয়, নাজম শেঠির বক্তব্যের ভিত্তি নেই। কেন না, সদস্য সব দেশকে জানিয়েই সূচি চূড়ান্ত করা হয়েছে। এশিয়া কাপ কোথায় হবে তা চূড়ান্ত করার বিষয়ে বাহরিনে জরুরি বৈঠক ডাকা হয়। পিসিবি চেয়ারম্যান পদে নয়া ইনিংস শুরুর পর এটি ছিল নাজমের প্রথম বৈঠক।

ভারত যাবে না পাকিস্তানে

ভারত যাবে না পাকিস্তানে

সূত্রের খবর, ওই বৈঠকে জয় শাহ স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়ার অনুমতি দেবে না ভারত সরকার। তবে পাকিস্তান এশিয়া কাপ আয়োজক থাকায় আপত্তি নেই বিসিসিআইয়ের। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী মাসে এসিসির কর্মসমিতির বৈঠকেই স্থির হবে এশিয়া কাপ কোথায় হবে। পাকিস্তান থেকে যে এশিয়া কাপ সরছেই, তা নিয়ে সংশয় নেই। কেন না, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলদের ছাড়া এশিয়া কাপ হলে স্পনসররাও পিছু হঠবে বলে আশঙ্কা রয়েছে।

পিসিবির চাপ যেন বালির বাঁধ

পিসিবির চাপ যেন বালির বাঁধ

এশিয়া কাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দুবাই, আবু ধাবি ও শারজায় সেপ্টেম্বরে এশিয়া কাপ হতে পারে। তবে জয়ের বক্তব্য ভালোভাবে নেননি পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। তিনি রামিজের সুরে সুর মিলিয়ে বলে দেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যদি না যায় তাহলে আমরাও ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। এমনকী পাকিস্তান সরকারকে অন্ধকারে রেখে এশিয়া কাপ সরানোর সিদ্ধান্ত নেওয়া যে উচিৎ নয়, সেটাই বলেছেন নাজম। কিন্তু কোণঠাসা পাকিস্তানের এই বক্তব্যকে বালির বাঁধ বলেই মনে করছে ক্রিকেট মহল।

English summary
PCB Threatens To Pullout Of ICC World Cup India If ACC Shifts Asia Cup From Pakistan. Sethi's Comments Are On Similar Lines As Former PCB Chairman Ramiz Raja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X