For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতির দায়ে দুষ্ট আকমলের নির্বাসনের মেয়াদ কমাল পিসিবি

দুর্নীতির দায়ে দুষ্ট আকমলের নির্বাসনের মেয়াদ কমাল পিসিবি

  • |
Google Oneindia Bengali News

দুর্নীতিতে দায়ে ক্রিকেট থেকে নির্বাসিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলের শাস্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন বছরের পরিবর্তে দেড় বছর বা ১৮ মাস আকমলকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন এহসান মানিরা। এর অর্থ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২১-এর অগাস্ট পর্যন্ত শাস্তির অধীনে থাকতে হবে পাক উইকেটকক্ষক-ব্যাটসম্যানকে।

দুর্নীতির দায়ে দুষ্ট আকমলের নির্বাসনের মেয়াদ কমাল পিসিবি

তদন্তে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ চলার সময় উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল বুকিরা। সেই প্রস্তাবে সাড়া না দিলেও বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি-কে জানাননি আকমল। এই আচরণকে পিসিবি-এর দুর্নীতি বিরোধী কোডের ২.৪.৪ ধারায় গর্হিত অপরাধ বলে গন্য করা হয়েছিল। সেই অপরাধের শাস্তি হিসেবে গত এপ্রিলে আকমলকে তিন বছর ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল। গত মে মাসে শাস্তি লাঘব করার আবেদন করেছিলেন পাক উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ৫৮টি ওয়ান ডে এবং ১৫৭টি ওয়ান ডে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলের ভাই উমর আকমল দেশের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ান ডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। তিন ফর্ম্যাটে যথাক্রমে ১০০৩, ৩১৯৪ ও ১৬৯০ রান করেছেন ২৯ বছরের ক্রিকেটার। নির্বাসন কাটিয়ে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

বিশ্ব জয়ের পর কেন সচিনকে কাঁধে চাপিয়ে মাঠ ঘুরেছিলেন কোহলি?বিশ্ব জয়ের পর কেন সচিনকে কাঁধে চাপিয়ে মাঠ ঘুরেছিলেন কোহলি?

English summary
PCB reduced Umar Akmal corruption ban from 3 years to 18 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X