For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতি বছর টি-২০ সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? আইসিসি’কে বিশেষ প্রস্তাব দেওয়ার ভাবনা রামিজ রাজার

প্রতি বছর টি-২০ সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? আইসিসি’কে বিশেষ প্রস্তাব রামিজ রাজার

Google Oneindia Bengali News

পাকিস্তান ক্রিকেটের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে কোনও কিছুই বাদ রাখছেন না বিশ্বকাপ জয়ী পাকিস্তান ক্রিকেট রামিজ রাজা। গত বছরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিবিস)-এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন রামিজ। তার পর দেশের ক্রিকেটের উন্নতির জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন রামিজ।

প্রতি বছর টি-২০ সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? আইসিসি’কে বিশেষ প্রস্তাব দেওয়ার ভাবনা রামিজ রাজার

বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ চালু করার বিষয়ে মুখ খুলেছেন রামিজ। তিনি দুই দেশের ক্রিকেটের পক্ষে সাওয়ার করে বারবার জানিয়েছেন এই সিরিজ চালু করলে যেমন দুই দেশের ক্রিকেট উপকৃত হবে তেমনই ক্রিকেটপ্রেমীদেরও দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে। এ বার ভারত-পাকিস্তানের ম্যাচে যাতে প্রতি বছর করা যায় তাঁর জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছেন রামিজ রাজা। তিনি স্থির করেছে আইসিসি'র কাছে প্রস্তাব রাখাবেন যাতে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড'কে নিয়ে প্রতি বছর একটি করে চতুর্দেশীয় টি-২০ সিরিজ আয়োজন করা হয়।

টুই করে এই কথা জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ম করে চালু করারই এই সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ হলেও নিজের টুইটে তা উল্লেখ করেননি রাজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, " হ্যালো ফ্যান্স। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড'কে নিয়ে প্রতি বছর চতুর্দেশীয় টি-২০ সিরিজ আয়োজনের জন্য প্রস্তাব রাখব আইসিসি'র কাছে। রোটেশন পদ্ধতিতে চারটি দেশই এই প্রতিযোগীতা আয়োজন করবে।"

এখন দেখার রামিজ রাজা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা'র কাছে এই প্রস্তাব দেওয়ার পর তারা বিষয়টিকে কী ভাবে দেখে।

রাজনৈতিক চাপানউতর এবং কূটনৈতিক কারণে ন'বছরের উপর বন্ধ ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ। আইসিসি এবং এশিয়া কাপ ছাড়া অন্য কোনও ইভেন্টে এই দুই দল মুখোমুখি হয় না। শেষ বার এই দুই দল দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২ সালে। সেই বার তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলচে ভারত সফরে এসেছিল পাকিস্তান দল। এই পরিস্থিতিতে যদি সত্যিই রামিজ রাজার সুপারিশ করা এই সিরিজ শুরু হয় তা হলে ভারত এবং পাকিস্তানের অসংখ্য ক্রিকেটপ্রেমীর কাছে নতুন বছরের সেরা উপহার হবে।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর, গত বছর টি-২০ বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী'তে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচে বাবর আজমের দলের বিরুদ্ধে বিশ্রী ভাবে হেরে গিয়েছন বিরাট কোহলি'র নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

English summary
PCB Chairman Ramiz Raza comes with a fresh plan of quadrangular T20 series. He has decided to propose this to ICC. Raza wants India, Pakistan, Australia and England should be involved in this series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X