For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের সফর বাতিলে সরব ইনজামাম-রামিজ, টি ২০ বিশ্বকাপের আগে তেতে উঠছে পাকিস্তান

  • |
Google Oneindia Bengali News

একটিও ম্যাচ না খেলে সিরিজ বাতিল করে পাকিস্তান থেকে দেশে ফিরে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কারণ দেখিয়ে গতকাল রাওয়ালপিণ্ডিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই সফর বাতিল ঘোষণা করেছিল নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। আজ বিকেলে ইসলামাবাদ থেকে চার্টার্ড বিমানে দুবাই গিয়ে সেখান থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন নিউজিল্যান্ড ক্রিকেট দলের ৩৩ জন সদস্য। নিউজিল্যান্ডের এই সফর বাতিল টি ২০ বিশ্বকাপের আগে পাকিস্তানের ভোকাল টনিকের কাজ করতে পারে।

দেশে ফিরল নিউজিল্যান্ড

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিমানবন্দরেই সকলের করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট নেগেটিভ আসার পর মেলে বিমানে ওঠার সবুজ সঙ্কেত। তবে কী ধরনের হুমকির জেরে সফর বাতিল তা এখনও নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড বা নিউজিল্যান্ড সরকার জানায়নি। নিউজিল্যান্ডের এমন আচরণের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ড দলকে সবরকম নিরাপত্তা প্রদানের ব্যাপারে কিউয়ি প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে আশ্বস্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ আহমেদ আজ বলেছেন, নিউজিল্যান্ডের এই সিরিজ খেলার ইচ্ছাই ছিল না। পাকিস্তান সফর বাতিলের জন্য হুমকির এই কথা নেহাতই অজুহাত মাত্র। উল্লেখ্য, ১৮ বছর পর পাকিস্তানে প্রথম কোনও সিরিজ খেলতে গত ১১ সেপ্টেম্বর পা রেখেছিল নিউজিল্যান্ড। তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিল। পিণ্ডি স্টেডিয়ামে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে নিউজিল্যান্ড দল অনুশীলনও করেছে। সেই ছবিও শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

রামিজের আহ্বান

এত কিছু ব্যবস্থার পরও হঠাৎ নিউজিল্যান্ড সফর বাতিল করায় নিউজিল্যান্ডের উপর ক্রুদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাক সরকার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা আজ ক্রিকেটারদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, এই সিরিজ বাতিলের হতাশা ও রাগের বহিঃপ্রকাশ নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে ক্রিকেটবিশ্বকে দেখাতে হবে। আসন্ন টি ২০ বিশ্বকাপের মঞ্চকেই এ জন্য বেছে নিতে হবে। ভালো খেলতে হবে। বিশ্বমানের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করলে বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে লাইন লাগাবে। সকলেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইবে। ফলে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আরও শক্তিশালী হয়ে। হতাশ হওয়ার কোনও দরকার নেই। পাকিস্তানের ক্রিকেট ভক্তদের যন্ত্রণা উপলব্ধি করেও রাজা বলেন, এই ঘটনায় পাকিস্তানের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের যাতে ক্ষতি না হয় তা সুনিশ্চিত করতে হবে। বিশ্বমানের প্লেয়ার তুলে আনতে জোর দেওয়া হবে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো উন্নতিতে। অতীতেও এমন ধরনের অভিজ্ঞতা থাকায় এই সিরিজ বাতিলের রেশ ও সঙ্কট কাটিয়ে পাকিস্তান ক্রিকেট ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী রামিজ।

আইসিসির পদক্ষেপ চান ইনজামাম

নিউজিল্যান্ডের এই সফর বাতিলের জেরে আইসিসিতে ঝড় তুলতে পরিকল্পনা করছে পিসিবি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, নিউজিল্যান্ড যা করেছে তা অন্য কোনও দেশ আগে করেনি, ভবিষ্যতেও করবে না। যদি কোনও হুমকি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকত, তাহলে তা পাক বোর্ড বা পাকিস্তানের সরকারকে বলা যেত। কী ধরনের হুমকি দেওয়া হয়েছে তাও পাক বোর্ডকে জানানো হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথাকেও গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের দেশের এজেন্সিগুলি তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত। আমার মনে হয়নি সত্যিই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কিছু ঘটত বলে। পাকিস্তানের এজেন্সিগুলির উপর আস্থা রাখা উচিত ছিল। কোনও কিছুর আশঙ্কা থাকলে এজেন্সিই সবার আগে জানে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর যখন পাকিস্তানে কোনও দেশ খেলতে এসেছে তাদের যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তা কোনও দেশের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার সমতুল্য। ফলে নিউজিল্যান্ড পাকিস্তানের পাশাপাশি আইসিসিকেও তথাকথিত হুমকির বিষয়ে কিছু জানায়নি। তড়িঘড়ি সফর বাতিল তাই মেনে নেওয়া যান না। পাকিস্তান আগেও অনেক দেশকে সহযোগিতা করেছে কঠিন পরিস্থিতিতে। ফলে এবার যা ঘটল তাতে আইসিসির ব্যবস্থা নেওয়া উচিত।

English summary
PCB Chairman Ramiz Raja Tells Players To Take out Their Frustration In The T20 World Cup By Performing Well. Former Pakistan Captain Inzamam Ul Haq Slams New Zealand's Decision To Cancel Tour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X