For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে আইসিসিকে চিঠি পাঠাচ্ছে রামিজ রাজার পিসিবি

আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে আইসিসিকে চিঠি পাঠাচ্ছে রামিজ রাজার পিসিবি

Google Oneindia Bengali News

আফগানিস্তান সমর্থকদের আচরণের বিরুদ্ধে আইসিসি'কে লিখিত অভিযোগ জানানোর কথা ভাবছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান রামিজ রাজা। এক সাংবাদিক সম্মেলনে পাক বোর্ডের সর্বময় কর্তা জানিয়েছেন, ক্রিকেটের মাঠে এমন ব্যবহার একেবারেই কাম্য নয়। আইসিসিকে এই নিয়ে তাঁরা চিঠি দেবে এবং তাঁদের দিকটা তুলে ধরবে।

আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে আইসিসিকে চিঠি পাঠাচ্ছে রামিজ রাজার পিসিবি

এই ঘটনার পরের দিনই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়মাক সংস্থা যে সূচি দিয়েছে তাতে ১৯ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে আফগানিস্তানের। এই সূচি সামনে আসতেই, রামিজ জানান পিসিবি আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চিঠি দেবে আইসিসি'কে।

একটি সাংবাদিক সম্মেলনে রামিজ রাজা বলেছেন, "আমি নিশ্চিত নই, তবে ম্যাচের ফিক্সচার বদলানো যেতে পারে কারণ এটি কোনও টুর্নামেন্টের খেলা নয়, এটা অনুশীলন ম্যাচ। তবে, আমরা অবশ্যই নিজেদের হতাশা এবং যন্ত্রণার কথা আইসিসি'কে জানাব গতকাল রাত্রে যা ঘটেছে তা নিয়ে।"

এই ঘটনাকে কেন্দ্র করে বাক্যের সংঘাতে জড়িয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার। তিনি টুইট করে লিখেছিলেন, "এমন ব্যবহার করছে আফগান সমর্থকেরা। একাধিক বার আগেও এমনটা এরা করেছে। আপনাদের দেশের মানুষকে এবং খেলোয়াড়দের কিছু জিনিস শিখতে হবে যদি খেলায় উন্নতি করতে চান।"

এর জবাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মুখ্য আধিকারিক শাফিক স্ট্যানিকজাই বলেছেন, "আপনি সমর্থকদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা একাধিক বার ঘটেছে। কবীর খান, ইনজামাম ভাই (ইনজামাম-উল-হক) এবং রশিদ লতিফকে গিয়ে আপনার জিজ্ঞাসা করা উচিৎ আমরা তাঁদের সঙ্গে কেমন আচরণ করেছিলাম। আপনাকে একটা উপদেশ দিই দেশকে টেনে কথা বলবেন না।"

English summary
PCB chairman Ramiz Raja said they will sent a letter to ICC regarding the incident happen after the match between Afghanistan and Pakistan finished.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X