For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘পিএসএল-কে বাদ দিয়ে কে আইপিএল খেলতে যায় দেখব’, মিলিয়ন ডলার লিগকে চ্যালেঞ্জ জানাতে ঘুটি সাজাচ্ছে পিসিবি

‘পিএসএল-কে বাদ দিয়ে কে আইপিএল খেলতে যায় দেখব’, হঠাৎ কেন এমন বললেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা

Google Oneindia Bengali News

'মুখেন মারিতং জগৎ'- বাংলার এই প্রবাদটা বেশ ভাল মতো খাটে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজার জন্য। করার কোনও ক্ষমতা না থাকলেও মুখটা বেশ ভালই চলে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার।

‘পিএসএল-কে বাদ দিয়ে কে আইপিএল খেলতে যায় দেখব’, মিলিয়ন ডলার লিগকে চ্যালেঞ্জ জানাতে ঘুটি সাজাচ্ছে পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট লিগে কিছু পরিবর্তন আনার কথা ভেবেছেন তিনি। তেমনটা হলে আর আইপিএল খেলতে কেউ যাবে না, এমনটাই দিবা স্বপ্ন দেখেন তিনি।

২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আগমণ বদলে দিয়েছে গোটা বিশ্বের ক্রিকেটকে। ফ্রাঞ্চাইজি ক্রিকেট নতুন দিশা দেখিয়েছে বিশ্ব ক্রিকেটকে। এ বার এর পথ প্রদর্শক তর্কাতিক ভাবে আইপিএল। আইপিএল-এর সাফল্য দেখে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশও নিজেদের ফ্রাঞ্চাইজি লিগ শুরু করেছে। যা সাফল্যের মুখ দেখে প্রত্যাশিতভাবেই।

বর্তমানে অস্ট্রেলিয়া (বিগ ব্যাশ লিগ)স, ইংল্যান্ড (দ্য হান্ড্রেড), ওয়েস্ট ইন্ডিজ (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) সাফল্যের মুখ দেখেছে। বাংলাদেশ (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এবং পাকিস্তান (পাকিস্তান সুপার লিগ) সাফল্যের সন্ধানে রয়েছে।

বিশ্ব ক্রিকেটে বর্তমানে একগুচ্ছ ফ্রাঞ্চাইজি লিগ চললেও আইপিএল নিজের ঐতিহ্য এবং জনপ্রিয়তাকে বজায় রেখেছে এবং বিশ্বের সব থেকে বড় এবং সেরা টি-২০ লিগ হিসেবে এখনও স্বমহিমায় বিরাজ করছে। ক্রিকেটের ম্যান যেমন আকাশ ছোঁয়া তেমনই বিশ্বের সেরার ক্রিকেটাররা মুখিয়ে থাকে এই লিগে খেলার জন্য। অনেক তারকা রয়েছেন যাঁরা আইপিএল-এ সুযোগও পান না। এতটাই মানের দিক থেকে উচ্চ স্তরের আইপিএল।

আইপিএল যেখানে মার্কি তকমা ধরে রেখেছে সেখানে অন্যান্য লিগগুলো আইপিএল-এর ধারের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। যার মধ্যে অন্যতম পাকিস্তান সুপার লিগ বা সংক্ষেপে পিএসএল। আইপিএল থেকে অনুপ্রাণিত হয়ে পিএসএল-এর নিয়মে পরিবর্তন আনতে চাইছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। আইপিএল-কে টক্কর দেওয়ার জন্য ড্রাফ্টিং সিস্টেম থেকে সরে নিলামের মাধ্যমে ক্রিকেটার কেনা-বেচার উপর জোর দিতে চাইছেন রামিজ। বিশ্বের সেরা ক্রিকেটারদের আকর্ষণ করতে এমন পরিকল্পনা তাঁর। ইএসপিএল ক্রিকইনফো'কে রামিজ বলেছেন, "আমাদের (পিসিবিকে) আর্থিক ভাবে আরও শক্তিশালী হতে হবে। তহবিলের জন্য আইসিসি এবং পিএসএল থেকে প্রাপ্য টাকা ছাড়া আমাদের আর কিছুই নেই। আমি পিএসএলের পরের সংস্করণ থেকে নিলামের ব্যবস্থা করতে চাই। সেই মডেলই চালু করতে চাই। আমরা এই নিয়ে আলোচনা করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে বসব।"

তাঁর আরও সংযোজন, "এটা টাকার খেলা। যত তাড়াতাড়ি আমাদের দেশের ক্রিকেট আর্থিক ভাবে সবল হবে তত তাড়াতাড়ি পাকিস্তানের সম্মান বাড়বে। তার জন্য নজর দিতে হবে পিএসএল-এর দিকে। আমরা যদি পিএসএলকে নিলামের মডেলে নিয়ে যাই, টাকা বাড়াই, তা হলে আমি এটি আইপিএলের সঙ্গে এক সারিতে রাখতে পারব। এবং তার পরে আমরা দেখব পিএসএল-কে বাদ দিয়ে কে আইপিএলে-এ খেলতে যায়।"

English summary
If we take the PSL to auction model, increase the purse, then I'll put it in the IPL bracket. And then we'll see who goes to play the IPL over the PSL says PCB Chairman Ramiz Raza.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X