For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নিষ্ঠুর এবং অন্যায্য', ভারতের বিরুদ্ধে হারের পর মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা

'নিষ্ঠুর এবং অন্যায্য', ভারতের বিরুদ্ধে হারের পর মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা

Google Oneindia Bengali News

রবিবার ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তাপে মুহূর্তের মধ্যে বারবার ম্যাচের রং পরিবর্তন হওয়ার সাক্ষী থেকেছে এক লাখ ক্রিকেট প্রেমী। যেভাবে ৩৪/৪ থেকে বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়ার ১১৩ রানের জুটি ভারতকে জয় এনে দিয়েছে নানান চড়ই উতরাই পেরিয়ে তা দীর্ঘদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। শেষ কবে এই রকম ভারত-পাক ম্যাচ দেখা গিয়েছিল তা অনেকেই মনে করতে পারছেন না। শেষ বল পর্যন্ত উত্তেজনা বজায় ছিল এবং ম্যাচের শেষ বল পর্যন্ত দলের দিকেই ঢলে পড়তে পারত ম্যাচের ভাগ্য। তবে, শেষ পর্যন্ত বিজয়ী হয় ভারত।

শেষ ওভারের নাটক:

শেষ ওভারের নাটক:

এই ম্যাচের শেষ ওভারে বাকি ছিল ১৬ রান। মহম্মদ নাওয়াজের বিতর্কিত নো বলে বিরাট কোহলির ছয় এবং তার পর ফ্রি হিটে ওয়াইড, ফ্রি হিট বজায় ছিল ওয়াইডের কারণে। ফিরতি বলে বোল্ড হয়েও তিনটি বাই রান এবং শেষ বলে যখন ভারতের জন্য বাকি ২ রান তখন ওয়াইড করে ভারতের জয়ের রাস্তা মসৃণ করেন নাওয়াজ। এছাড়া এই ওভারেই স্ট্যাম্প আউট হন দীনেশ কার্তিক। এই ম্যাচের উইনিং রানটি এসেছিল রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে।

নো বলের সিদ্ধান্তের সমালোচনা পাকিস্তানের তারকা প্রাক্তনীদের:

নো বলের সিদ্ধান্তের সমালোচনা পাকিস্তানের তারকা প্রাক্তনীদের:

যে ভাবে শেষ ওভারে ভারতকে নো বলের সুবিধা দিয়েছেন আম্পায়ার তার প্রতিবাদে আওয়াজ তুলেছেন বহু পাক প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শোয়েব আখাতর, ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম। তাঁরা জানিয়েছেন ম্যাচের ওই টানটান পরিস্থতিতে থার্ড আম্পায়ারের সাহায্য নেওয়া দরকার ছিল। অনেকে সমালোচনা করেছেন বাবর আজমেক অধিনায়কত্বের শেষ ওভারে নাওয়াজকে বোলিং করানোর জন্য।

প্রতিক্রিয়া জানালেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা মুখ খুললেন রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের ৪ উইকেটে হার নিয়ে। তিনি টুইটারে লিখেছেন, "একটা অসাধারণ ম্যাচ! আপনি কিছু জিতবেন কিছু হারবেন এবং আমরা প্রত্যেকেই যেমনটা জানি যে এই খেলা কতটা নিষ্ঠুর এবং অন্যায্য হতে পারে। টিম পাকিস্তানের এর থেকে বেশি ব্যাট এবং বল হাতে দেওয়ার ছিল না। গোটা দল যে চেষ্টা করেছে তার জন্য অত্যন্ত গর্বিত।"

ম্যাচ হেরে বিরাটের প্রশংসায় পাকিস্তান অধিনায়ক:

ম্যাচ হেরে বিরাটের প্রশংসায় পাকিস্তান অধিনায়ক:

ভারতের বিরুদ্ধে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, "এটা ক্লাজো ম্যাচ ছিল এবং বোলাররা ১০ ওভার পর্যন্ত দারুণ কাজ করেছিল। হার্দিক পাণ্ডিয়া এবং বিরাট কোহলির প্রশংসা প্রাপ্য কারণ ওরা মোমেল্টাম যে ভাবে পরিবর্তন করে ম্যাচ জিতেছে তা এক কথায় অনবদ্য। মূলত পরিকল্পনা ছিল প্রধান বোলারদের নিয়ে আসা কারণ আমরা উইকেট চাইছিলাম, চাপ তৈরি হচ্ছিল কারণ পার্টনারশিপ গড়ে উঠছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। বিরাট কোহলি নিজের ক্লাস দেখিয়েছেন এবং নাওয়াজও ভাল খেলেছে।" ২৭ অক্টোবর পারথে পাকিস্তান দল পরবর্তী ম্যাচে মুখোমুখি জিম্বাবোয়ের।

বিরাট কোহলি ছাড়া আর কেউ পারবেন না! কীসের কথা বললেন হার্দিক পাণ্ডিয়া?বিরাট কোহলি ছাড়া আর কেউ পারবেন না! কীসের কথা বললেন হার্দিক পাণ্ডিয়া?

English summary
PCB Chairman Ramiz Raja breaks his silence on Pakistan's loss of 4 wickets against India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X