For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় শাহকে তীব্র কটাক্ষ নাজম শেঠির, কী কারণে অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান?

Google Oneindia Bengali News

জয় শাহ-র ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে, বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় বলেছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানো হতে পারে। এতে চটে যান রামিজ রাজা। এবার জয়ের পদক্ষেপে অসন্তুষ্ট পিসিবির নয়া চেয়ারম্যান নাজম শেঠি।

জয়ের ভূমিকায় পাকিস্তান রুষ্ট

জয়ের ভূমিকায় পাকিস্তান রুষ্ট

জয় শাহ-র এশিয়া কাপ সংক্রান্ত বক্তব্য শুনে তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা বলেছিলেন, এই ধরনের সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান একা নিতে পারেন না। ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে পাকিস্তান ৫০ ওভারের বিশ্বকাপ বয়কট করতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন রামিজ। যদিও বিশ্বকাপ বয়কটের বিষয়ে আইসিসিকে কিছুই জানায়নি পিসিবি। রামিজ রাজা পিসিবি থেকে অপসারিত হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হয়ে নাজম শেঠি বলেছিলেন, ভারতে যাওয়ার বিষয়টি নির্ভর করবে পাক সরকারের সিদ্ধান্তের উপর।

নাজমের ভোলবদল

নাজমের ভোলবদল

এশিয়া কাপ আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রেখে চলার বার্তা দিয়েছিলেন নাজম। তাতে মনে হচ্ছিল, জয় শাহ-র সঙ্গে রামিজ রাজা যে যুদ্ধং দেহি মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তা থেকে সরে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও সেই ধারণাও এবার ধাক্কা খেল। জয় শাহ গতকালই এশিয়া কাপ-সহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করেছেন। তাও আবার ২০২৩ ও ২০১৪ সালের। পাকিস্তান যেহেতু এশিয়া কাপের আয়োজক, তাদের অন্ধকারে রেখে এভাবে সূচি ঘোষণাকে ভালোভাবে নেননি পিসিবি প্রধান নাজম।

টুইটে কটাক্ষ

জয় শাহ-র টুইটের প্রেক্ষিতে কটাক্ষের সুরে নাজম শেঠি লিখেছেন, একতরফাভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মসূচি এবং ২০২৩ ও ২০২৪-এর ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশের জন্য জয় শাহকে ধন্যবাদ। বিশেষ করে পাকিস্তান যেখানে চলতি বছরের এশিয়া কাপের আয়োজক। যখন তিনি একাই সব কিছু করছেন তাহলে পাকিস্তান সুপার লিগের কাঠামো ও সূচিও তিনিই ঘোষণা করে দিতে পারতেন! এর প্রেক্ষিতে জয় শাহ-র প্রত্যুত্তরের অপেক্ষাও তিনি করছেন বলে জানিয়েছেন নাজম।

এশিয়া কাপ সেপ্টেম্বরে

এশিয়া কাপ সেপ্টেম্বরে

উল্লেখ্য, গতকাল জয় শাহ যে সূচি প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ সালে ১৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা রয়েছে একই গ্রুপে। তবে এশিয়া কাপ কোথায় হবে এবং ম্যাচগুলি কবে হবে তা বিস্তারিতভাবে জানাননি শাহ। এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ হবে। দুই গ্রুপে ৬ দলকে রাখা হয়েছে। লিগ পর্বের শেষে থাকবে সুপার ফোর। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। ২০২৪ সালে মহিলাদের টি ২০ এশিয়া কাপ হবে বলেও জানিয়েছেন জয়।

English summary
PCB Chairman Najam Sethi Unhappy With The Way ACC Chief Jay Shah Announced Cricket Calendar. Najam Poked Shah To Release The Schedule Of PSL 2023.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X