For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সুর নরম পাকিস্তানের, নাজম শেঠি বল ঠেললেন সরকারের দিকেই

  • |
Google Oneindia Bengali News

আগামী বছর এশিয়া কাপের আসর বসছে পাকিস্তানে। তারপর ভারতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। পিসিবির অপসারিত চেয়ারম্যান রামিজ রাজা বলেছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে। যদিও অপসারিত রামিজের স্থলাভিষিক্ত হয়ে নাজম শেঠি বল ঠেললেন সরকারের দিকেই।

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সুর নরম পাকিস্তানের

সম্প্রতি বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বলেছিলেন, ভারতীয় দল পাকিস্তানে পাঠানোর প্রশ্নই নেই। এমনকী পাকিস্তান থেকে সরিয়ে এশিয়া কাপ নিরপেক্ষ দেশে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপরই রণমূর্তি ধারণ করে তর্জন-গর্জন চালিয়ে যেতে থাকেন রামিজ রাজা। বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজম শেঠি বলেন, যদি সরকার বলে ভারতে দল যাবে না, তাহলে আমরা তা মেনে চলব। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্কের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত সরকারি পর্যায়েই নেওয়া হয়। অনুমতি মিললে সফর হবে, নচেৎ নয়। অর্থাই নাজম শেঠি বিসিসিআইয়ের অবস্থানের মতোই মন্তব্য করলেন।

এশিয়া কাপ সরানোর কথা বলে জয় শাহ ঠিক করেননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন রামিজ। তবে নাজম শেঠি এদিন বলেন, পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে সবরকম যোগাযোগ রেখেই চলবেন। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত হবে। একত্রিতভাবেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার বিষয়ে আশাপ্রকাশ করেন নাজম। এমন কোনও পদক্ষেপ পিসিবি করবে না যাতে কোণঠাসা হয়ে যেতে হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরিয়ে দিয়েছেন রামিজকে। এই সিদ্ধান্ত নিয়ে কিছু মহলে সমালোচনা হলেও নাজম বলেন, আমিও ২০১৮ সালে চেয়ারম্যান ছিলাম। ইমরান খানের দল সরকার গড়ার পর আমি পদত্যাগ করি। যদিও ক্ষমতাসীন দলের অনেকেই বলেছিলেন, আমাকে সরানো হবে না। তবে আমি বিশ্বাস করি দেশের ক্রিকেট কীভাবে চলবে, কার নেতৃত্বে চলবে তা ঠিক করার অধিকার প্রধানমন্ত্রীর রয়েছে। সে কারণেই আমি স্বেচ্ছায় সরে যাই। রামিজ রাজাকে তিনি শ্রদ্ধা করেন বলে জানিয়ে নাজম বলেন, অপসারিত পিসিবি চেয়ারম্যান যদি ধারাভাষ্যকারের ভূমিকায় ফিরতে চান তাহলে পিসিবির তাতে কোনও আপত্তি থাকবে না। পাকিস্তানের হেড কোচ পদে মিকি আর্থারকে ফেরাতে তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছেন নাজম শেঠি। কয়েক দিনের মধ্যেই ভবিষ্যতের রূপরেখা তিনি ঠিক করে ফেলতে চান।

English summary
PCB Chairman Najam Sethi Says Decision To Send Pakistan Team To India Will Be Taken At Government Level. Sethi Will Be In Touch With The Asian Cricket Council On The Issue Of The Asia Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X