For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ দেশের ক্রিকেটারদের নিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ, ভারত থেকেও দুই তারকা

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কায় এবার ফের বসছে লঙ্কা প্রিমিয়ার লিগ। এলপিএলের দ্বিতীয় সংস্করণে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন ১১টি দেশের ক্রিকেটার। তাঁদের মধ্যে বেশ কয়েকজন তারকাও রয়েছেন। ভারতের দুই প্রাক্তনকেও খেলতে দেখা যাবে লঙ্কা প্রিমিয়ার লিগে।

আগ্রহী তারকারা

আগ্রহী তারকারা

লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে প্লেয়ার্স ড্রাফটে যাঁদের নাম রয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। তিনি ছাড়াও অস্ট্রেলিয়ার বেন কাটিং ও জেমস ফকনার, দক্ষিণ আফ্রিকার একদিনের আন্তর্জাতিক ও টি ২০ দলের অধিনায়ক তেম্বা বাভুমা এলপিএলে খেলার আগ্রহ দেখিয়ে নিজেদের নাম রেজিস্টার করিয়েছেন।

একঝাঁক আন্তর্জাতিক তারকা

একঝাঁক আন্তর্জাতিক তারকা

নিউজিল্যান্ডের মিচেল ম্যাকলেনাগান, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরাণ, শেরফান রাদারফোর্ড ও রবি রামপাল, বাংলাদেশের মহম্মদ মাহমুদুল্লাহ, দক্ষিণ আফ্রিকার ডেভিস উইসে, অস্ট্রেলিয়ার ক্যালাম ফার্গুসন-সহ অনেকেই আগ্রহী এলপিএলে খেলার ব্যাপারে। তালিকায় রয়েছেন জিম্বাবোয়ের ব্রেন্ডন টেলর, নেপালের সন্দীপ লামিচানে, মার্কিন যুক্তরাষ্ট্রের আলি খান। পাকিস্তানের বেশ কয়েকজনকেও খেলতে দেখা যাবে আইপিএলের ধাঁচে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতায়।

ভারত থেকে

ভারত থেকে

ভারত থেকে মাত্র দুই প্রাক্তন ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাঁরা হলেন ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। পাঠান ভাইদের শেষবার খেলতে দেখা গিয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে, সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন দলের হয়ে। গত বছরের টুর্নামেন্টের সাফল্যের কারণেই ভালো মানের আন্তর্জাতিক ক্রিকেটাররা এলপিএলে খেলার ব্যাপারে আগ্রহী হচ্ছেন বলে দাবি শ্রীলঙ্কা ক্রিকেটের ভাইস প্রেসিডেন্ট রবিন বিক্রমারত্নের।

ছবি- রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

আরও কিছু নাম

আরও কিছু নাম

বাংলাদেশের যাঁরা এলপিএলে অংশ নিতে আগ্রহী তাঁদের মধ্যে শাকিব, মাহমুদুল্লাহ ছাড়াও রয়েছেন তামিম ইকবাল, মেহদি হাসান মিরাজ, তাস্কিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার। ক্যালাম ফার্গুসন, কাটিং, ফকনার ছাড়াও বাকি অজিদের মধ্যে রয়েছেন উসমান খাওয়াজা ও বেন ডাঙ্ক। ওয়েস্ট ইন্ডিজের আরও যাঁরা এলপিএলে খেলতে চান তাঁরা হলেন শেল্ডন কটরেল, রায়াদ এমরিট, ডোয়েইন স্মিথ, দীনেশ রামদিন, জনসন চার্লস, রোম্যান পাওয়েল। পাকিস্তানের হ্যারিস সোহেল, ওয়াকাস মকসুদ, মুহাম্মদ হাসনাইন, মহম্মদ ইরফান, শোয়েব মকসুদ, শান মাসুদ, আনোয়ার আলি ও আম্মাদ ভাট এলপিএলে খেলতে আগ্রহী। দক্ষিণ আফ্রিকার আরও যাঁরা নাম লিখিয়েছেন তাঁরা হলেন রিলি রসৌ, জন ট্রেভর স্মাটস, মর্নি মরকেল, রাসি ভ্যান ডার ডুসেন, কেশব মহারাজ, তাবারিজ শামসি ও হার্ডাস ভিলজোয়েন। আফগানিস্তানের আসগর আফগান, মহম্মদ শাহজাদ, নজিবুল্লাহ জারদান, নবীন উল হক, উসমান শিনওয়ারি, রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লা জাজাই, কাইস আহমেদ এলপিএলে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

English summary
Pathan Brothers From India Will Join Shakib, Faulkner, Bavuma And Others In Lanka Premier League. Players From 11 Cricket-Playing Nations Show Interest To Take Part In LPL 2.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X