For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋদ্ধিমানের চোট, ৮ বছর বাদে অপ্রত্যাশিত কামব্যাক পার্থিব পটেলের

বিসিসিআই জানিয়েছে, বাঁ পায়ে চোট লাগায় তৃতীয় টেস্ট ম্যাচে বিশ্রাম নেবেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। তাঁর জায়গায় আট বছর বাদে অপ্রত্যাশিতভাবে দলে ফিরলেন পার্থিব পটেল।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : কথায় আছে, "কারও পৌষমাস- কারও সর্বনাশ"। এখানে অবশ্য বিষয়টা উল্টে গিয়েছে। কারও সর্বনাশ - কারও পৌষমাস। চোটের কারণ ঋদ্ধিমান সাহা মোহালিতে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ থেকে বাইরে যেতেই তাঁর জায়গায় আট বছর বাদে অপ্রত্যাশিতভাবে দলে ফিরলেন পার্থিব পটেল।

ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে অনন্য নজির ঋদ্ধিমান সাহার

বুধবার বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া বাঁ পায়ে চোট লাগায় তৃতীয় টেস্ট ম্যাচে বিশ্রাম নেবেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ২০১৪ সালের ডিসেম্বর মাসে এমএস ধোনির অবসরের পর থেকে ভারতীয় ক্রিকেট দলের পছন্দের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধি।

ঋদ্ধিমানের চোট, ৮ বছর বাদে অপ্রত্যাশিত কামব্যাক পার্থিব পটেলের

ঋদ্ধি না খেললে তার জায়গায় একজন উইকেটকিপার- ব্যাটসম্যানকেই নিতে হবে। সেই জায়গা থেকেই সবাইকে চমকে দিয়ে আট বছর পর ফের জাতীয় দলে জায়গা পেলেন পার্থিব পটেল।

২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন পার্থিব পটেল। ২০০২ সালে ১৭ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল পার্থিবের।

৩১ বছরের পার্থিব এখনও পর্যন্ত ২০টি টেস্ট খেলেছেন। ৩০ ইনিংসে ৬৮৩ রান করেছেন তিনি। এছাড়াও ৪১টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ৮টি উইকেটও নিয়েছেন। পার্থিব পটেলের ফের দলে ফেরায় হতবাক ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

English summary
Parthiv Patel replaces injured Wriddhiman Saha for Mohali Test, makes a comeback after 8 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X