For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থের প্রথম ODI শতরানের পাশাপাশি দুরন্ত হার্দিক পাণ্ডিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

Google Oneindia Bengali News

রোহিত শর্মার ভারত ইংল্যান্ড সফরে তিন ফরম্যাটের সিরিজেই অপরাজেয় থাকল। ঋষভ পন্থের একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরান ও হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ভারত একদিনের সিরিজ জিতে নিল ২-১ ব্যবধানে। জয়ের জন্য ২৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের ৪ উইকেট পড়ে গিয়েছিল ৭২ রানে। এরপর হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে ১১৫ বলে ১৩৩ রানের পার্টনারশিপ গড়েন ঋষভ পন্থ। চারে নেমে শেষ অবধি অপরাজিত থেকে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন পন্থ।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের, ঋষভের শতরান

জেতার জন্য ৫৪ বলে ২৪ রান দরকার ছিল। ৪২তম ওভারে ডেভিড উইলি বল করতে আসেন। তাঁর প্রথম পাঁচটি বলেই চার মেরে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান পন্থ। ৪৩তম ওভারে জো রুটের প্রথম বলে রিভার্স স্যুইপ মেরে ভারতের জয় নিশ্চিত করেন ঋষভ। পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিকে ভারত যখন পরে ব্যাট করেছে এই ম্যাচের আগে তেমন ১২টি ওডিআইয়ে পন্থের গড় ছিল মাত্র ১৩। আজ ভারত যখন শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তখন ঋষভ পন্থকে চারে ব্যাট করতে পাঠানো হয়। পন্থ এজবাস্টন টেস্টে শতরান করলেও ভারত সেই টেস্টে জেতেনি। তবে একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরান এবং যেটি অপরাজিত সেঞ্চুরিও বটে, সেটি পন্থ স্মরণীয় করে রাখলেন ভারতকে ইংল্যান্ডের মাটিতে একদিনের সিরিজ জিতিয়ে।

২০১৫ সালের পর থেকে ইংল্যান্ড এই নিয়ে দেশের মাটিতে তৃতীয় একদিনের সিরিজে হারল। মজার কথা হলো, সেই সিরিজগুলির নির্ণায়ক ম্যাচগুলি হয় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডেই। পন্থ অপরাজিত থাকলেন ১১৩ পবলে ১২৫ রানে। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার ও ২টি ছয়। হার্দিক পাণ্ডিয়া ১০টি চারের সাহায্যে ৫৫ বলে ৭১ রান রান করেন। হার্দিক এদিন একদিনের আন্তর্জাতিকে অষ্টম অর্ধশতরান করলেন। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি এশিয়ার বাইরে কোনও একদিনের ম্যাচে বল হাতে চার উইকেট নেওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরিও করলেন। রবীন্দ্র জাদেজা ১৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

ভারত অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি দুজনেই এদিন ১৭ রান করেন। শিখর ধাওয়ান ১ ও সূর্যকুমার যাদব ১৬ রান করেন। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে জস বাটলারের ৬০ রানের দৌলতে ইংল্যান্ড ৪৫.৫ ওভারে ২৫৯ রানেই অল আউট হয়ে গিয়েছিল। তিনটি মেডেন-সহ ৭ ওভারে ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। যুজবেন্দ্র চাহাল তিনটি, মহম্মদ সিরাজ দুটি ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো দেশে সফর ধরলে ২০১৮-১৯ মরশুমের পর এই প্রথম মাল্টি ফরম্যাট সিরিজে অপরাজেয় থাকল মেন ইন ব্লু। ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকারা।

English summary
Pant's Maiden ODI Hundred Hardik Pandya's Allround Show Secure India's ODI Series Win Over England. Rohit Sharma-Led India Defeated England By 2-1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X