For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকে তুলে মাঠের বাইরেই ফেলবেন সচিন, নিশ্চিত গ্রেট আক্রম

করোনাকে তুলে মাঠের বাইরেই ফেলবেন সচিন, নিশ্চিত গ্রেট আক্রম

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত সচিন তেন্ডুলকর হাসপাতালে ভর্তি হয়েছেন। সে খবরে আশঙ্কিত হয়ে কিংবদন্তির আরোগ্য কামনায় সামিল হয়েছেন বিশ্বের ক্রিকেট মহল। সেই প্রবাহে যুক্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। মাঠে যাঁর সঙ্গে সচিনের মুখোমুখি দ্বৈরথ ছিল দেখার মতো। টুইটে কী লিখলেন প্রাক্তন পাক অধিনায়ক, জেনে নিন।

সচিনকে নিয়ে আক্রমের টুইট

বাইশ গজে কেউ কাউকে ছেড়ে কথা বলতেন না। মুখোমুখি সমরে কখনও জয় হয়েছে সচিন তেন্ডুলকরের। কখনও শেষ হাসে হেসেছেন ওয়াসিম আক্রম। তবে মাঠের বাইরে দুই তারকার বন্ধুত্ব ছিল দেখার মতো। সেই হৃদ্ধতার খাতিয়ে করোনা আক্রান্ত প্রাক্তন প্রতিপক্ষ সচিনের আরোগ্য কামনা করলেন ওয়াসিম আক্রম। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, মাত্র ১৬ বছর বয়সে বিশ্বের সেরা বোলিং বিভাগকে (পাকিস্তান) যেভাবে শাসন করেছিলেন, সেভাবে করোনা ভাইরাসকে মাঠের বাইরে হাঁকালেন মাস্টার ব্লাস্টার।

করোনা আক্রান্ত সচিন

করোনা আক্রান্ত সচিন

সপ্তাহ দুয়েক আগে রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নেতৃত্বে সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতীয় লিজেন্ডরা। ওই টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিন পরেই মাস্টার ব্লাস্টারের শরীরে কোভিড ১৯-এর সংক্রমণ ধরা পড়ায় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ওপর দায় চাপাচ্ছে ক্রিকেট মহল।

হাসপাতালে ভর্তি মাস্টার ব্লাস্টার

হাসপাতালে ভর্তি মাস্টার ব্লাস্টার

শুক্রবার সকালে সচিন তেন্ডুলকরের একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে তিনি নিজের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। তা বলে চিন্তার কোনও কারণ আছে, এমন কোনও সংবাদ শোনাননি করোনা আক্রান্ত মাস্টার ব্লাস্টার। জানিয়েছেন, ডাক্তারদের পরামর্শেই বড়কিছু ঘটার আগে সাবধনতা অবলম্বন করার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনা আক্রান্ত সতীর্থরা

করোনা আক্রান্ত সতীর্থরা

সচিন তেন্ডুকরের সঙ্গে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই তালিকার রয়েছেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং সুব্রামনিয়াম বদ্রীনাথ। প্রত্যেকের আরোগ্য কামনায় সামিল হয়েছে দেশ।

ধোনির ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের পিছনে ছিল যে যে গুরুত্বপূর্ণ ম্যাচধোনির ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের পিছনে ছিল যে যে গুরুত্বপূর্ণ ম্যাচ

English summary
Pakistani legened Wasim Akram wished Indian great Sachin Tendulkar speedy recovery from Covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X