আইপিএল নিয়ে বিসিসিআইয়ের মনোভাবকে সমর্থন পাকিস্তানি কিংবদন্তির
করোনা ভাইরাসের আবহে ভারতের বাইরে হলেও আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। ঠিক হয়েছে, চলতি বছর সংযুক্ত আরব আমিরশাহীতে হবে বিশ্বের সবচেয়ে ধনী এবং জনপ্রিয় ক্রিকেট লিগ। সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের এই মনোভাবের সমালোচনা না করে বরং প্রশংসাই করেছেন পাকিস্তানের কিংবদন্তি জাহির আব্বাস।

অর্থের জন্য টি-টোয়েন্টি লিগ
জাহির আব্বাস মনে করেন, প্রচুর পরিমাণ অর্থ উপার্জনের জন্য বিশ্বের ক্রিকেট খেলিয়ে দেশগুলি টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে চায়। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দেশগুলি আইপিএলের মতো টুর্নামেন্ট আয়োজন করে অর্থ উপার্জনের মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে মনে করেন জাহির আব্বাস। এতে তিনি দোষও দেখেন না।

বিসিসিআইয়ের কিছু করার থাকে না
জাহির আব্বাসের কথায়, আইপিএল-কে ঘিরে বহু জায়গায় নানা আর্থিক প্রতিশ্রুতি দেওয়া থাকে বিসিসিআইয়ের। টুর্নামেন্ট না হলে ভারতীয় বোর্ডের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করেন পাকিস্তানি কিংবদন্তি। তাঁর বিশ্বাস, সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করেছে বিসিসিআই।

আইপিএলের সূচনা
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে সম্ভবত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ কিংবা ১০ নভেম্বর শেষ হবে টুর্নামেন্ট।

গভর্নিং কাউন্সিলের বৈঠক
আগামী রবিবার অর্থাৎ ২ অগাস্ট বৈঠকে বসছে আইপিএল গভর্নিং কাউন্সিল। বৈঠকে টুর্নামেন্ট নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাবে বিসিসিআই। বৈঠক শেষ আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হতে পারে বলে খবর।