For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানের বোলাররা ভারতের মতো নয়', ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের আবহেই ভুবনেশ্বর-অশ্বিনদের খোঁচা আখতারের

'পাকিস্তানের বোলাররা ভারতের মতো নয়', ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের আবহেই ভুবনেশ্বর-অশ্বিনদের খোঁচা আখতারের

Google Oneindia Bengali News

রবিবার মেগা ফাইনালের মঞ্চ তৈরি মেলবোর্নে। টি ২০ বিশ্বকাপ ২০২২ জয়ের লড়াইয়ে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড এবং পাকিস্তান। নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে পাকিস্তান ফাইনালে উঠেছে, অন্য দিকে, ভারতীয় দলকে ১০ উইকেটে হারিয়ে ইংল্যান্ড ফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে।

 পাকিস্তানের বোলাররা ভারতের মতো নয়, ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের আবহেই ভুবনেশ্বর-অশ্বিনদের খোঁচা আখতারের

টুর্নামেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় বোলারদের খোঁচা দিয়ে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের বিয়ে নিজের মতামত জানিয়েছেন শোয়েব। তিনি জানিয়েছেন, ইংল্যান্ড খুব ভাল মতোই জানে সেমিফাইনালের মতো অতটা সহজ হবে না ফাইনাল কারণ ওদের পাকিস্তানের বোলিং অ্যাটাকের সম্মুখীন হতে হবে ভারতের নয়।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর থেকেই ভারতীয় দলকে আক্রমণ করে চলেছে শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, "ইংল্যান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের মধ্যে ফারাক আছে। প্রবল আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ড ফাইনালে খেলতে নামবে। ইংল্যান্ড জানে পাকিস্তানের বোলাররা ভারতীয়দের মতো নয়। ওয়াকওভার পাবে না ওরা, জেতার জন্য করতে হবে কঠিন পরিশ্রম।"

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের সুযোগ সম্পর্কে আখতার বলেছেন, "বাবর এবং রিজওয়ানের উপর অনেকটা নির্ভর করে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওদের যা স্ট্রাইক রেট ছিল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেলবোর্নের উইকেট ওই একই স্ট্রাইক রেটে খেলার ক্ষেত্রে ওদের সহযোগীতা করবে।"

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের জস বাটলার এবং অ্যালেক্স হেলস সেমিফাইনালে দুর্দান্ত ছন্দে ছিল। অপরাজিত ৮০ রান করেন বাটলার এবং হেলস করেন অপরাজিত ৮৬ রান। এই ইনিংস দুই ওপেনারকেই আত্মবিশ্বাসের শিখরে রাখবে ফাইনালে ব্যাটিং করতে নামার আগে। এই মোমেন্টাম ফাইনালেও নিশ্চিত ভাবে ধরে রাখার চেষ্টা করবে এই দুই ব্যাটসম্যান।

তবে, যতটা সহজে এই ম্যাচ আয়োজন করা সম্ভব হবে মনে হচ্ছে, ততটা সহজে হয়তো হবে না কারণ মেলবোর্নে গভীর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ম্যাচের সময়ে। চলতি টুর্নামেন্টে একাধিত ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে বৃষ্টির কারণে।

T20 World Cup 2022: বিরাট-রোহিত না থেকেও বিশ্বকাপ ফাইনালে উজ্জ্বল উপস্থিতি থাকবে এই ভারতীয়েরT20 World Cup 2022: বিরাট-রোহিত না থেকেও বিশ্বকাপ ফাইনালে উজ্জ্বল উপস্থিতি থাকবে এই ভারতীয়ের

English summary
Pakistani Bowlers are not like Indians, Shoaib Akhtar take dig at Indian bowling attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X